For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিএ-র অর্ডার বেরোলেই মমতার পতন! ১৪ তলা থেকে গঙ্গায় ঝাঁপের বার্তা শুভেন্দুর

ডিএ-র অর্ডার বেরোলেই মমতার পতন! ১৪ তলা থেকে গঙ্গায় ঝাঁপের বার্তা শুভেন্দুর

Google Oneindia Bengali News

ডিসেম্বর ধামাকার পর ডিএ-র অর্ডার বেরনোর অপেক্ষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিশ্বাস ডিএ নিয়ে রায় বেরোলেই বিদায় নেবে রাজ্যের তৃণমূল সরকার। কাউকে তাড়াতে হবে না, নিজেই নবান্নের ১৪ তলা থেকে ঝাঁপ দেবেন গঙ্গায়।

ডিএ দেওয়ার রায় বেরোলেই মমতার পতন!

ডিএ দেওয়ার রায় বেরোলেই মমতার পতন!

রাজ্য সরকারের পতনের পথ দেখানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্যো।্পাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়লেন না শুভেন্দু। তিনি বলেন, এই সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০ টাকা করে দেওয়া আর ভাতাগুলি চালিয়ে যাওয়া ছাড়া আর কোনও কিছু করার ক্ষমতা নেই। এবার ২০১৫ সাল থেকে ডিএ দেওয়ার রায় বেরোলেই এই সরকারের পতন হবে।

শুভেন্দু অধিকারী টার্গেটে মমতা-অভিষেক

শুভেন্দু অধিকারী টার্গেটে মমতা-অভিষেক

হাওড়ার উলুবেড়িয়ায় বছর শুরুর সভা থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টার্গেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রীয় প্রকল্পের তুলনা দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বেঁধেন। তিনি বলেন, রাজ্যশাসনে বর্তমান সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ।

বেকার সংখ্যা নিয়ে শুভেন্দুর তোপ

বেকার সংখ্যা নিয়ে শুভেন্দুর তোপ

শুভেন্দুর কথায়, নয় রাজ্যকে ধ্বংস করছেন বর্তমান মুখ্যমন্ত্রী। রাজ্যে বেকার সংখ্যা বেড়ে চলেছে। ২০১১-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার সময় এরাজ্যে বেকার সংখ্যা ছিল ১ কোটি। বর্তমানে রাজ্যে বেকার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দু'কোটি। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ লক্ষেরও বেশি

রাজ্যে যত প্রকল্প, তত দুর্নীতি

রাজ্যে যত প্রকল্প, তত দুর্নীতি

শুভেন্দু বলেন, রাজ্যে দুর্নীতি বেড়েই চলেছে। যত প্রকল্প, তত দুর্নীতি। একশো দিনের প্রকল্প, শৌচালয় নির্মাণ, আবাস যোজনা, নিয়োগ- সর্বত্রই দুর্নীতির করাল ছায়া। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে কিছুই দিতে পারেননি। তিনি শুধু দিয়েছেন, ২৮ টাকার মদ আর ডিয়ার লটারি। উন্নয়নের ক্ষেত্রে শোচনীয় ব্যর্থ এই সরকার। কেন্দ্রের সঙ্গে রাজ্যের সব বিষয়েই দ্বিমত। মুখ্যমন্ত্রীর উদাসীনতা এবং তাঁর দলের একাধিক ক্ষেত্রে দুর্নীতি রাজ্যকে পিছিয়ে দিচ্ছে।

ধ্বংসাত্বক আন্দোলন নিয়ে পাল্টা শুভেন্দুর

ধ্বংসাত্বক আন্দোলন নিয়ে পাল্টা শুভেন্দুর

তৃণমূলের বর্ধিত কর্মসমিতির সভায় সোমবার মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায় বলেছিলেন, তাঁরা যখন বিরোধী ছিলেন, তখন এত ধ্বংসাত্বক আন্দোলন করেননি। এ বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, উনি হাটবারে হাটবারে কী করতেন? সবাই জানে, কতবার বনধ ডেকেছেন!

অভিষেককে গুরুত্ব দিতে নারাজ

অভিষেককে গুরুত্ব দিতে নারাজ

তারপর তিনি বলেন, সিএএ নিয়ে বিক্ষোভে তিনি কী করেছেন, নুপুর শর্মার ঘটনায় হাজারদুয়ারিতে ট্রেন জালিয়েছেন, নবান্নের সামনে ৩৭টি বাস জ্বলেছিল, উনি বসে বসে সব দেখেছেন, উনি এই সমস্ত কাজই করে থাকেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় বেড়ে ওঠা অভিষেককে তিনি কোনওভাবেই গুরুত্ব দিতে নারাজ।

বড় ডাকাতকে জেলে পাঠানোর বার্তা

বড় ডাকাতকে জেলে পাঠানোর বার্তা

নববর্ষের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলে ধরা আবাস যোজনার তালিকা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, কে অভিষেক ব্যানার্জি, তিনি সরকারের কে? এদিনও তাঁকে কয়লা ভাইপো বলে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, ডিসেম্বরে বড় ডাকাতকে জেলে ঢোকাতে পারিনি, এবার তুলব।

Suvendu Adhikari: সুপ্রিম কোর্টে জোড়া স্বস্তি শুভেন্দু অধিকারীর! একটি মামলা খারিজ, আরেকটি গেল হাইকোর্টেSuvendu Adhikari: সুপ্রিম কোর্টে জোড়া স্বস্তি শুভেন্দু অধিকারীর! একটি মামলা খারিজ, আরেকটি গেল হাইকোর্টে

English summary
Suvendu Adhikari says Mamata Banerjee Government will fall after DA order release from Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X