For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেকের সঙ্গে দ্বৈরথের আগেই রণেভঙ্গ শুভেন্দুর, রাজপথে বিজেপিকে টেক্কা তৃণমূলের

অভিষেকের সঙ্গে দ্বৈরথের আগেই রণেভঙ্গ শুভেন্দুর, রাজপথে বিজেপিকে টেক্কা তৃণমূলের

Google Oneindia Bengali News

বিজেপির 'বিবেকের ডাকে' এক সঙ্গে মিছিলে হাঁটার কথা ছিল চার মহারথীর। কিন্তু কলকাতায় বিজেপির সেই মিছিলে দেখা গেল না শুভেন্দু অধিকারীকে। বিবেকানন্দের জন্মদিনে কলকাতার রাজপথে দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ছিলেন জনতা। যুযুধান দুই প্রতিদ্বন্দ্বী শুভেন্দু বনাম অভিষেকের সম্মুখ সমরও হল না।

অভিষেকের সঙ্গে সম্মুখ সমরে ‘না’ শুভেন্দুর!

অভিষেকের সঙ্গে সম্মুখ সমরে ‘না’ শুভেন্দুর!

প্রশ্ন উঠেছে কেন শুভেন্দু অধিকারী বিজেপির 'বিবেকের ডাকে' মিছিলে অংশ নিলেন না। কেন তিনি শুধু সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাডডিতে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেই চলে গেলেন? তবে কি তিনি এখনই নামতে চাইলেন না অভিষেকের সঙ্গে সম্মুখ সমরে। কে বিশি ভিড় টানেন, তা নিয়ে ছবিটা প্রকট করতে চাইলেন না!

অভিষেক ময়দানে নামলেও শুভেন্দু এলেন না

অভিষেক ময়দানে নামলেও শুভেন্দু এলেন না

উত্তর কলকাতায় শুভেন্দু আর দক্ষিণ কলকাতায় অভিষেক। প্রাক্তন দুই সতীর্থের এদিন দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল কলকাতা। তা নিয়ে বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিনে টানটান উত্তেজনা ছিল সকাল থেকে। কিন্তু সেই উত্তেজনা মাটি হল, অভিষেক ময়দানে নামলেও শুভেন্দু এলেন না বিজেপির মিছিলে।

শুভেন্দু অনুপস্থিতিতে দ্বৈরথ হল না কলকাতায়

শুভেন্দু অনুপস্থিতিতে দ্বৈরথ হল না কলকাতায়

মঙ্গলবার সকালে শ্যামাবাজারে নেতাজি মূর্তির পাদদেশে বিজেপির জমায়েত করার কথা। তারপর তা সিমলা স্ট্রিট পর্যন্ত আসবে। যার নেতৃত্বে থাকবেন বিজেপির চার প্রধান মহারথী কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। কিন্তু দিলীপ ঘোষ, মুকুল রায়রা থাকলেও সেই মিছিলে শুভেন্দুর মতো নেই কৈলাশও।

অভিষেক যদি ভিড়ের লড়াইয়ে টেক্কা দেন শুভেন্দুকে!

অভিষেক যদি ভিড়ের লড়াইয়ে টেক্কা দেন শুভেন্দুকে!

বিজেপিতে যোগদানের পর এটা ছিল কলকাতায় শুভেন্দুর প্রথম কর্মসূচি। সেই কর্মসূচিতে তিনি এলেন না। তৃণমূল মনে করছে, বিজেপির মিছিলে ভিড় হবে না বলেই ভয় পেয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই তিনি মিছিল থেকে নিজেকে বিরত থাকলেন। অভিষেক তাঁকে ভিড়ের লড়াইয়ে টেক্কা দেবেন বলেই রণেভঙ্গ দিলেন শুভেন্দু।

শোভন চটির মতো মন্ত্রিত্ব ছাড়েননি, কেন ছেড়েছিলেন তার ব্যাখ্যা দিলেন স্ত্রী রত্নাশোভন চটির মতো মন্ত্রিত্ব ছাড়েননি, কেন ছেড়েছিলেন তার ব্যাখ্যা দিলেন স্ত্রী রত্না

English summary
Suvendu Adhikari not participate in rally against Abhishek Banerjee at Kolkata before 2021 election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X