For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপার সাইক্লোন: সন্ধে ৭টা পর্যন্ত 'ল্যান্ডফল' করবে আম্ফান, সুন্দর বনে বাঘ বাঁচানোর লড়াই বনকর্মীদের

সুপার সাইক্লোন: সন্ধে ৭টা পর্যন্ত 'ল্যান্ডফল' করবে আম্ফান, সুন্দর বনে বাঘ বাঁচানোর লড়াই বনকর্মীদের

Google Oneindia Bengali News

সন্ধে সাতটায় পর্যন্ত চলবে আম্ফানের ল্যান্ডফল। এমনই জানিয়েছে আইএমডি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের তিন উপকূলবর্তী জেলা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতায়। শহরে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে প্রবল ঝড়ের মধ্যে বাঁঘ বাঁচানোর লড়াই চালাচ্ছেন সুন্দরবনের বনকর্মীরা।

সাতটার মধ্যে ল্যান্ডফল

সাতটার মধ্যে ল্যান্ডফল

সন্ধ্যে সাতটা পর্যন্ত ল্যান্ডফল চলবে আম্ফানের। এমনই জানিয়েছে আইএমডি। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে জানা গিয়েছে। প্রবল গতিতে রাজ্যে তাণ্ডব শুরু করেছে আম্ফান। লন্ডভন্ড শহর থেকে জেলা। কন্ট্রোল রুমে নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। শহরের রাজপথে উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, দোকান বাড়ি ভেঙে পড়েছে।

সুন্দরবনে বাঘ বাঁচানোর লড়াই

সুন্দরবনে বাঘ বাঁচানোর লড়াই

সুন্দর বনে এই প্রবল আম্ফানের তাণ্ডবের মধ্যেই বাঘ বাঁচানোর লড়াই চালাচ্ছে সুন্দরবনের বনকর্মীরা। নেট ফেন্সিং রক্ষা করতে না পারলে বাঘ লোকালয়ে ঢুকে পড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা। তাই ঝড়ের মধ্যেও প্রবল চেষ্টায় নেট ফেন্সিং রক্ষার চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা।

লন্ডভন্ড কলকাতা

লন্ডভন্ড কলকাতা

ঝড়ে দাপটে লন্ডভন্ড কলকাতা। ধর্মতলা, শ্যামবাজার, কলেজস্ট্রিটে একের পর এক গাছ উপড়ে পড়েছে। একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বন্ধ হয়ে গিয়েছে শহরের একাধিক রাস্তা। বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরের অধিকাংশ রাস্তা। শহরে প্রযুক্তি নগরী সেক্টর ফাঁইভও বিপর্যন্ত। নিউটাউন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাজ্যে মৃত ২

রাজ্যে মৃত ২

এখনও পর্যন্ত আম্ফান বা আমপানের তান্ডবে মৃত্যু হয়েছে ২ জনের। মিনাখাঁয় গাছ পড়ে মারা গিয়েছেন এক মহিলা। হাওড়ায় চালের টিন মাথায় পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর। অন্যদিকে মন্তেশ্বরে গাছ পড়ে ৩ জন আহত হয়েছেন। ঝড়ের দাপটে মিলেনিয়াম পার্কের কাছে উল্টে গিয়েছে যাত্রী বোঝাই গাড়ি।

আম্ফানের বিধ্বংসী তাণ্ডবে বাংলায় মারণ গ্রাস শুরু! ছাড়খার পরিস্থিতি রাজ্য জুড়ে আম্ফানের বিধ্বংসী তাণ্ডবে বাংলায় মারণ গ্রাস শুরু! ছাড়খার পরিস্থিতি রাজ্য জুড়ে

English summary
Super Cyclone Amphan complete landfall till 7PM says IMD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X