For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন 'জেলা' হবে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর,বিজেপিকে তোপ দেগে গোসাবায় আর যা বললেন মমতা

গোসাবার প্রশাসনিক বৈঠকে সুন্দরবনকে আলাদা জেলা হিসাবে গড়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আজ গোসাবায় গিয়ে একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবনকে আলাদা জেলা হিসাবে গড়ার ঘোষণা এদিনের সভায় করেন তিনি। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের সাপেক্ষেও বেশ কিছু বক্তব্য উঠে আসে মুখ্যমন্ত্রীর ভাষণে। গোসাবার পাওয়ার হাউস সংলগ্ন মাঠে এদিন সভা করেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কা বললেন।

নতুন 'জেলা' হবে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর,বিজেপিকে তোপ দেগে গোসাবায় আর যা বললেন মমতা

[আরও পড়ুন:মানতে হল মমতার দাবি! গবাদি পশু সংক্রান্ত বিতর্কিত নোটিস নিয়ে 'ইউ টার্ন' কেন্দ্রের][আরও পড়ুন:মানতে হল মমতার দাবি! গবাদি পশু সংক্রান্ত বিতর্কিত নোটিস নিয়ে 'ইউ টার্ন' কেন্দ্রের]

  • নতুন জেলা হবে সুন্দরবন, এদিন গোসাবার সভাস্থলেই তা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
  • পাঠানখালিতে নতুন ব্রিজ নির্মাণের ঘোষণা।
  • দঃ২৪ পরগনায় ২টি নতুন ব্রিজ ও পরে আরও ১ টি ব্রিজ তৈরির পরিকল্পনার ঘোষণা।
  • মৎসজীবীদের উন্নয়নের ওপর জোর দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
  • হোমস্টোরের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • নবম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের সাইকে দেওয়া বন্ধ হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • আড়াই লাখ পেনশনভোগী, যাঁদেরা কেন্দ্রীয় বঞ্চনার জন্য পেনশন বন্ধ হয়, তাঁদেরও পেনশন চালু করছে রাজ্য সরকার, এমনই ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  • রাজ্যে কর্মসংস্থান বাড়ছে বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৬ বছরে ৮১ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে রাজ্যে।
  • বিজেপি নেতাদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, বিজেপির নেতারা কেবল ভাষণ দেন, কাজ করেন না।
  • মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, গরীব দুঃখীরা যাতে কষ্ট পায়, এরকম কোনও কোনও কাজ করেনি তাঁর সরকার।
  • গোসাবায় এদিনের সভায় তিনি বার বার উল্লেখ করেন উগ্রপন্থার প্ররোচনায় পা যেন কেউ না দেন।
  • বাইরে থেকে কেউ বন্ধু সেজে আসলে তাঁকে যেন বেশি প্রশ্রয় দেওয়া না হয়।

[আরও পড়ুন:টর্চকে মাইক ভেবে বক্তব্য রাখতে শুরু করলেন মমতা, ভাইরাল ভিডিও ঘিরে হইচই স্যোশাল মিডিয়ায়][আরও পড়ুন:টর্চকে মাইক ভেবে বক্তব্য রাখতে শুরু করলেন মমতা, ভাইরাল ভিডিও ঘিরে হইচই স্যোশাল মিডিয়ায়]

English summary
sundarban to be another new district of west bengal declares mamata banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X