For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে থেকে বিজেপিতে ফিরবেন বিধায়ক-নেতারা! দিলীপ-সুকান্ত বিপরীত মেরুতে

তৃণমূলে থেকে বিজেপিতে ফিরবেন বিধায়ক-নেতারা! দিলীপ-সুকান্ত বিপরীত মেরুতে

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন দলত্যাগী বিধায়ক ও নেতারা। বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতা এই মন্তব্য করে জল্পনা উসকে দিয়েছেন। কিন্তু তাঁদের ফেরানোর প্রশ্নে চূড়ান্ত অনৈক্য দেখা দিয়েছে তাঁদের। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে এ ব্যাপারে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

বিজেপিতে ফিরে যেতে চাইছেন তৃণমূল ছেড়ে, জল্পনা

বিজেপিতে ফিরে যেতে চাইছেন তৃণমূল ছেড়ে, জল্পনা

সম্প্রতি বিজেপির প্রাক্তন ও বর্তমান দুই সভাপতির মন্তব্য করেছেন, একুশের বিধানসভা নির্বাচনের পরে যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গিয়েছেন, তাঁদের অনেকেই ফের বিজেপিতে ফিরে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন। আর তাঁদের এই মন্তব্যই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু করে দিয়েছে। কে বা কারা বিজেপিতে ফিরে যেতে চাইছেন, তা নিয়ে জল্পনাও শুরু হয়েছে।

দুই বিপরীত মেরুতে অবস্থান দিলীপ ও সুকান্তের

দুই বিপরীত মেরুতে অবস্থান দিলীপ ও সুকান্তের

পাশাপাশি এ প্রসঙ্গও উঠে পড়েছে বিজেপি কি ফের দলত্যাগী বিধায়ক ও নেতাদের ফিরিয়ে নেবে দলে? বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে গুঞ্জন শুরু চলছিলই, সেখানে মাত্র দুদিনের ব্যবধানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তাৎপর্যপূর্ণ মন্তব্য আবার সেই জল্পনা উসকে দিল। উভয়ের মধ্যে চূড়ান্ত অনৈক্য ফের সামনে এসে পড়ল।

বিজেপিতে কামব্যাক ইস্যুতে কী মন্তব্য দিলীপের

বিজেপিতে কামব্যাক ইস্যুতে কী মন্তব্য দিলীপের

বিজেপির সর্বভারতীয় সহ সভপাতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, আমাদের পার্টি ছেড়ে যে কজন বিধায়ক ওইদিকে চলে গিয়েছেন, দেখবেন তাঁরা সব ফিরে আসবেন। এমনকী সুদ সমেত আরও পাঁচ-সাতটাকে নিয়ে আসবেন। তারপর তাঁরা বলবেন, দাদা আমাকে চেয়ারম্যান করে দিন, পাঁচ পিস নিয়ে এসেছি। আবার কেউ বলবেন, আমাকে মন্ত্রী করে দিন, সাত পিস নিয়ে এসেছি।

দিলীপের মন্তব্য থেকে সম্পূর্ণ ভিন্ন মেরুতে সুকান্ত

দিলীপের মন্তব্য থেকে সম্পূর্ণ ভিন্ন মেরুতে সুকান্ত

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছিলেন আবার তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গিয়েছেন। কিন্তু তাঁরা আবার ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে আমরা সেই সমস্ত তৃণমূল নেতাদের আর ফিরিয়ে নেব না। আমরা আগ্রহী কর্মীদের নিতে। তৃণমূল ছেড়ে জেলায় জেলায় অনেক কর্মীই বিজেপিতে আসছেন। তাতে বিজেপি শক্তিশালী হয়ে উঠছে।

নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ, খোলা কর্মীদের জন্য

নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ, খোলা কর্মীদের জন্য

বিজেপি রাজ্য সভাপতি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, যাঁরা বিজেপিতে ফিরতে চেয়ে ইচ্ছাপ্রকাশ করেছেন, তাঁদের আর ফেরাতে আমাদের কোনও আগ্রহ নেই। আমরা আগেও বলেছি, এখনও বলছি, যাঁরা ফিরে গিয়েছেন তাঁদের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। আমাদের দরজা সমস্ত কর্মীদের জন্য খোলা।

দুর্নীতি প্রশ্নে তৃণমূল নেতারা ব্রাত্য, কর্মীরা স্বাগত

দুর্নীতি প্রশ্নে তৃণমূল নেতারা ব্রাত্য, কর্মীরা স্বাগত

সুকান্ত মজমুদারের কথায়, তৃণমূল এমন কোনও নেতা খুঁজে পাচ্ছি না যাঁরা সৎ, যাঁরা দুর্নীতিগ্রস্ত নয়। আমরা মনে করি তৃণমূল নেতাদের সবাই চোর। চোর নেতাদের কেন নেব, নেব সৎকর্মীদের। তাই আমরা ঠিক করেছি তৃণমূল নেতাদের আর দলে নেব না। আমরা তৃণমূলের কর্মীদের নেব। এটাই আমাদের দলের সিদ্ধান্ত।

বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বেড়েছে ঘৃণা! মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা রাহুলের বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বেড়েছে ঘৃণা! মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা রাহুলের

English summary
Sukanta Majumdar and Dilip Ghosh are in friction about returning in BJP from TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X