For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘৪২-এ ৪২ দিদির হাতে তুলে দেব, আমরা চাই দেশের বুকে প্রথম বাঙালি প্রধানমন্ত্রীকে’

যেখানেই বিজেপি কুৎসা-অপপ্রচার চালাবে, সেখানেই আমরা পাল্টা মিটিং-মিছিল করব। মানুষের ভুল ভাঙিয়ে দেব। আমাদের লড়াই আমরা তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাব। তাহলেই দিদির হাতে আমরা তুলে দিতে পারব ৪২টি আসনই।

Google Oneindia Bengali News

যেখানেই বিজেপি কুৎসা-অপপ্রচার চালাবে, সেখানেই আমরা পাল্টা মিটিং-মিছিল করব। মানুষের ভুল ভাঙিয়ে দেব। আমাদের লড়াই আমরা তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাব। তাহলেই দিদির হাতে আমরা তুলে দিতে পারব ৪২টি আসনই। সোমবার নদিয়ার কৃষ্ণনগরের এক সভায় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন তাঁর আগামী লক্ষ্যের কথা।

‘৪২-এ ৪২ দিদির হাতে তুলে দেব, আমরা চাই দেশের বুকে প্রথম বাঙালি প্রধানমন্ত্রীকে’

তাঁর কথায়, বাংলার বুক থেকে ৪২-এ ৪২ চাই। সেই লক্ষ্যেই আমরা তৈরি হচ্ছে। লোকসভার ৪২টি আসনে জিতেই আমরা দিদির হাতে তা তুলে দিতে চাই। আমরা চাই দিদি প্রধানমন্ত্রী হন। কারণ তিনিই আদর্শ হবেন ওই পদে। প্রথম বাঙালি প্রধানমন্ত্রী পাবো আমরা। এইবার বাংলার কাছে একটা সুযোগ এসেছে। সেই সুযোগ হেলায় হারালে হবে না।

শুভেন্দু অধিকারী বলেন, কেন দিদি প্রধানমন্ত্রী হবেন না! তিনিই যে যোগ্যতম। নইলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নবান্নে এসে বলে যাচ্ছেন, দিদি আপনি হাল ধরুন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও বলছেন একই কথা। ওদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বলছেন, দেশের হাল একমাত্র ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

‘৪২-এ ৪২ দিদির হাতে তুলে দেব, আমরা চাই দেশের বুকে প্রথম বাঙালি প্রধানমন্ত্রীকে’

[আরও পড়ুন: বিজেপির'গামছাবাবু'কে মানসিক ভারসাম্যহীন আখ্যা পার্থর, দিলেন সু-পরামর্শও][আরও পড়ুন: বিজেপির'গামছাবাবু'কে মানসিক ভারসাম্যহীন আখ্যা পার্থর, দিলেন সু-পরামর্শও]

বিজেপি নেতা রাম জেঠমালানিও চিঠি লিখে জানিয়েছেন, ভারতে যদি আদর্শ প্রধানমন্ত্রী কেউ হতে পারেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাই এই সুযোগ কাজ লাগাতে চাই। সকলকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ২০১৯-এ বিজেপিকে ফিনিশ করতে হবে। বাংলার বুকে তৃণমূল ছাড়া কিছু থাকবে না। তিনি এদিন ফের স্পষ্ট করে দেন, আগামী ২ জুলাই মু্র্শিদাবাদে যাচ্ছে, ওইদিন তিনটি উইকেট পড়বে বিরোধীদের। তারপর দেখবেন মালদহে কী হয়।

[আরও পড়ুন:দিলীপকে 'এনকাউন্টার'-চ্যালেঞ্জ ফিরহাদের! পাল্টা হুঁশিয়ারিতে কী বার্তা 'বাংলার ছেলে'র ][আরও পড়ুন:দিলীপকে 'এনকাউন্টার'-চ্যালেঞ্জ ফিরহাদের! পাল্টা হুঁশিয়ারিতে কী বার্তা 'বাংলার ছেলে'র ]

English summary
TMC minister Subhendu Adhikari claims 42 seats of 42 in loksabha Election. He wants to see Mamata Banerjee as Prime Minister,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X