For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বাংলা বিরোধী! দায়িত্ব নিয়ে জামানত জব্দ করার ডাক শুভেন্দুর

সবংয়ে নির্বাচনী প্রচারে গিয়ে মুকুল রায়ের আক্রমণকে ফুৎকারে উড়িয়ে শুভেন্দু জানিয়ে দিলেন, ‘বিজেপি মানেই বাংলা বিরোধী। ওদের একটিও ভোট নয়।’

  • |
Google Oneindia Bengali News

বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করার ডাক দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভন্দু অধিকারী। সবংয়ে নির্বাচনী প্রচারে গিয়ে মুকুল রায়ের আক্রমণকে ফুৎকারে উড়িয়ে শুভেন্দু জানিয়ে দিলেন, 'বিজেপি মানেই বাংলা বিরোধী। ওদের একটিও ভোট নয়।' সবংয়ের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, 'বিজেপির জামানত বাজেয়াপ্ত করে দিতে হবে। আর সেই দায়িত্ব নিতে হবে আপনাদেরই।'

বিজেপি বাংলা বিরোধী! দায়িত্ব নিয়ে জামানত জব্দ করার ডাক শুভেন্দুর

[আরও পড়ুন:কেন পার্থ 'বাচ্চা ছেলে', জানেন! 'বুড়ো ভাম' মুকুল নিজেই জানালেন অজানা সেই কাহিনি][আরও পড়ুন:কেন পার্থ 'বাচ্চা ছেলে', জানেন! 'বুড়ো ভাম' মুকুল নিজেই জানালেন অজানা সেই কাহিনি]

মুকুল রায় সবংয়ে দাঁড়িয়েই তৃণমূলের সরকারের বিরুদ্ধে দুর্নীতির তাস ছুঁড়েছেন। তৃণমূলকে দুর্নীতির সরকার আখ্যা দিয়েছেন। এমনকী তৃণমূল চিটফান্ডকে কর্পোরেট সংস্থা বানিয়েছে বলেও অভিযোগ করেন মুকুল রায়। মুকুল রায়ের এই সমস্ত বক্তব্যকে আমল না দিয়েই শুভেন্দু অধিকারী স্পষ্টতই আক্রমণ করেন বিজেপিকে।

[আরও পড়ুন:তৃণমূল আমলে চিটফান্ড কর্পোরেটের মর্যাদা পেয়েছে, কোটির দুর্নীতিতে নিশানা মুকুলের][আরও পড়ুন:তৃণমূল আমলে চিটফান্ড কর্পোরেটের মর্যাদা পেয়েছে, কোটির দুর্নীতিতে নিশানা মুকুলের]

মুকুল রায়ের বিরুদ্ধে তিনি একটি শব্দও খরচ করেননি। সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন, 'বিজেপি বাংলা বিরোধী দল। ওদেরকে ভোট দেওয়া মানের বাংলার বিরোধিতা করা। আমাদের দায়িত্ব বিজেপিকে বাংলা থেকে বিদায় করে দেওয়া। সবং থেকেই সেই প্রক্রিয়া শুরু করতে হবে। যাতে ভবিষ্যতে বিজেপি ঘুরে দাঁড়াতে না পারে।'

সবংয়ের মাটি কংগ্রেসের ঘাঁটি বলে একটা মিথ রয়েছে। এতদিন বামফ্রন্টের জমানাতেও সবংয়ে জিতে এসেছে কংগ্রেস। ২০১৬-য় প্রবল তৃণমূল হাওয়াতেও কংগ্রেস সিপিএমকে সঙ্গে নিয়ে এই সবংয়ে জয়লভা করে। এবার চতুর্মুখী লড়াই সবংয়ে। কংগ্রেসের সঙ্গেই মূল লড়াই তৃণমূলের। তবু কংগ্রেসকে কোনও আক্রমণ নয়, তৃণমূল বিজেপিকেও আক্রমণ করে চলেছে।

English summary
Subhendu Adhikari target in sabang that BJP is a party of anti-Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X