For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হোন, পুজো দিতে পায়ে হেঁটে রাজস্থান পাড়ি কলকাতার ছাত্রের

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হোন, পুজো দিতে পায়ে হেঁটে রজস্থান পাড়ি কলকাতার ছাত্রের
কলকাতা, ৩ ফেব্রুয়ারি : কলকাতার এমসিএ ছাত্র ২৩ বছরের ধীরজ নাথানি। মধ্যবিত্ত পরিবারেই দিন গুজরান। বড়বাজারে একটা ছোট কম্পিউটার সেন্টার চালান। স্বপ্ন একটাই, নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী রূপে দেখা। আর চোখে সে আশা নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পরা। না মোদীর সঙ্গে দেখা করা উদ্দেশ্য না, মোদীর প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রার্থনা জানাতেই ২০০০ কিলোমিটার দূরে রাজস্থান বিকানেরের পারওয়া গ্রামে হনুমান মন্দিরে পায়ে হেঁটে যাবেন ধীরজ।

বড়বাজারের কালাকার স্ট্রিটে বাড়ি ধীরাজের। গত ১৯ অক্টোবর কলকাতা থেকে বেরিয়ে পরেছেন পারওয়া গ্রামের উদ্দেশে। দূর্গাপুরে পৌছে ধীরজ জানিয়েছিলেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তবে শিক্ষা থেকে বাণিজ্য মুখ্যমন্ত্রী হিসাবে যেভাবে গুজরাতের সার্বিক উন্নয়ন ঘটিয়েছেন নরেন্দ্র মোদী তাতে আমার বিশ্বাস তিনি প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে। আর তাই দেশের স্বার্থেই তার এই অভিযান বলে জানিয়েছেন ধীরজ।

পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি হয়ে সবশেষে রাজস্থানে পৌছনোর কথা ছিল ধীরজের। জাতীয় সড়কপথ ধরেই পথ চলা ধীরজের। এবিষয়ে কলকাতা পুলিশের থেকে আগাম অনুমতি নিয়েছিল ধীরজ। এমনকী যে যে রাজ্য দিয়ে তিনি যাবেন সেখানকার পুলিশ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে অনুমতি নিয়েছিল ধীরজ। রাতে পুলিশ চকে কাটিয়ে ফের পরের দিন সকালে গন্তব্যে পৌছনৌর লক্ষে বেরিয়ে পরা।

English summary
A 23-year old MCA student from Kolkata has started a 2,000 km walk from Kolkata to pray for Narendra Modi at the Hanuman temple in Parwa village in Bikaneer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X