For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিঘাকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করতে নয়া উদ্যোগ প্রশাসনের

দিঘাকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগামী ১ আগস্ট থেকে দিঘা তে প্লাস্টিক, ক্যারিব্যাগ, গ্লাস, কাপ, থার্মোকলের থালা গ্লাস এই সব জিনিস নিষিদ্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দিঘাকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগামী ১ আগস্ট থেকে দিঘা তে প্লাস্টিক, ক্যারিব্যাগ, গ্লাস, কাপ, থার্মোকলের থালা গ্লাস এই সব জিনিস নিষিদ্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এখন দিঘা সৈকত,‌রাস্তায় পড়ে থাকে প্লাস্টিক ও থার্মোকলের জিনিস। যারা ঘুরতে ও পিকনিক করতে আসেন তারা এই সব জিনিস ভ্যাট বা নির্দিষ্ট জায়গায় না ফেলে ঝাউবন, সৈকত বা অন্যান্য জায়গায় ফেলে দিয়ে যান। সেই সব জিনিস সমুদ্রে গিয়ে মেশে। এর ফলে সমুদ্রে ব্যাপক দূষণ হচ্ছে বলে জানান সমুদ্র বিজ্ঞানীরা।

দিঘাকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করতে নয়া উদ্যোগ প্রশাসনের

তার সাথে ড্রেনে গিয়ে জমা হচ্ছে এই সব জিনিস। যার‌ ফলে নিকাশির সমস্যা হচ্ছে। এই সব কিছু মাথায় রেখে দিঘায় প্লাস্টিক ও থার্মোকলের জিনিস ব্যবহার বন্ধ করতে উদ্যোগ নিয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন ‌পর্ষদ।

আগামী ১ আগস্ট থেকে দিঘা সৈকত সংলগ্ন এলাকায় যে প্লাস্টিক ও থার্মোকলের জিনিস ব্যবহার করা যাবে না তা জানিয়ে মাইকিং করা হচ্ছে। জানানো হয়েছে দিঘায় ব্যবসায়ী, হোটেল কর্তৃপক্ষ সহ অন্যান্য দের তা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এর পর কেউ এই সব জিনিস ব্যবহার করলে তার ৫০০ টাকা জরিমানা করা হবে।

দিঘাকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করতে নয়া উদ্যোগ প্রশাসনের

দিঘা শঙ্করপুর উন্নয়ন ‌পর্ষদের নির্বাহী আধিকারিক সুজন দত্ত বলেছেন, "১ আগস্ট থেকে দিঘায় প্লাস্টিক ও থার্মোকলের জিনিস ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা কড়া পদক্ষেপ নিচ্ছি। যদি কেউ এই নির্দেশ না মানে তাকে রেয়াত করা হবে না"।

এর আগেও এমন উদ্যোগ নেওয়া হলেও তা বেশি দিন চলে নি। তখন দিন ‌কয়েক নজরদারি চালানোর পর ফের শুরু হয়ে যায় প্লাস্টিক ও থার্মোকলের জিনিস ব্যবহার।

তাই এবার এই উদ্যোগ কে স্বাগত জানালেও তা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক পর্যটক। অনেকেই মনে করছেন যে এটা ভালো উদ্যোগ এবং এর ফলে দিঘা এলাকা‌ অনেক ‌পরিষ্কার ও দূষণ মুক্ত থাকবে।

আবার অনেকে বলেন যে এখানে সমুদ্রের ধারে বসে অনেকেই চিপস ,‌বিস্কুট‌,‌‌ কাজুবাদাম এই সব‌ খান ‌আর তার প্যাকেট‌ থেকে দূষণ ছড়াবে । সেই সব প্যাকেট কী বন্ধ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

English summary
Steps taken to make Digha plastic free
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X