For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত ভোট-সূচি চূড়ান্তের পথে! কবে ভোট করতে চায় কমিশন, কী বলছে প্রশাসন

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। এভাষাতেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তোলা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি উড়িয়ে দিল রাজ্য সরকার। এমন কী প্রতি বুথে সশস্ত্র বাহিনী দেওয়া যাবে না।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। এভাষাতেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তোলা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি উড়িয়ে দিল রাজ্য সরকার। এমন কী প্রতি বুথে সশস্ত্র বাহিনী দেওয়া যাবে না বলেও রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে সোমবার বৈঠকে বসেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং।

পঞ্চায়েত ভোট-পর্ব চূড়ান্তের পথে! কবে ভোট করতে চায় কমিশন, কী বলছে প্রশাসন

রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং জানান, পঞ্চায়েত ভোট শান্তিতে শেষ করতে হলে, পুলিশকে নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকা নিতে হবে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান রাজ্য নির্বাচন কমিশনার। শীর্ষ কর্তারা জানিয়েছেন রাজ্যের পরিস্থিতি সন্তোষজনক। তবে রাজ্যের হাতে প্রয়োজনীয় বাহিনী না থাকায় প্রতি বুথে সশস্ত্র বাহিনী কিংবা কেন্দ্রীয় বাহিনীর দাবি উড়িয়ে দিয়েছেন পদস্থ কর্তারা। তবে রাজ্যের তরবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শীর্ষ কর্তারা।

সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনার মে মাসের মধ্যে পঞ্চায়েত ভোট প্রক্রিয়া শেষ করার কথা রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন। তিন দফায় ভোট করার কথাও জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলেই জানা গিয়েছে।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য, পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ এবং এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। বৈঠকে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার এবং অন্যতম অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার।

English summary
State election commissioner of West Bengal wants to end the Panchayat vote process with in the month of May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X