For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SSC Scam: স্কোর কম পেয়েও চাকরি! ববিতা সরকারের চাকরি বাতিলের মামলা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে

SSC Scam: স্কোর কম পেয়েও চাকরি! ববিতা সরকারের চাকরি বাতিলের মামলা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে

Google Oneindia Bengali News

কম নম্বর পেয়েও ববিতা সরকারকে চাকরি দেওয়া হয়েছে। অভিযোগ করে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করলেন অনামিকা রায় নামে এক চাকরি প্রার্থী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই মামলা দায়ের করেছেন তিনি। অনামিকা রায় অভিযোগ করেছেন তাঁর থেকে কম নম্বর পেয়েও ববিতা সরকার চাকরি পেয়েছেন। কাজেই ববিতা সরকারের চাকরি অবৈধ। অবিলম্বে তাঁর চাকরি খারিজ করা হোক। প্রসঙ্গত উল্লেখ্য আদালতের নির্দেশেই ববিতা সরকার চাকরি পেয়েছিলেন।

ববিতা সরকারের চাকরি খারিজের দাবি

ববিতা সরকারের চাকরি খারিজের দাবি

এসএসসি দুর্নীতি কাণ্ড প্রকাশ্যে আসতে শুরু করেছিল যার মামলার প্রেক্ষিতে। সেই ববিতা সরকারের চাকরি খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল মঙ্গলবার। অনামিকা রায় নামে এক চাকরি প্রার্থী এই মামলা করেছেন। তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করে অভিযোগ জানিয়েছেন যে তাঁর চেয়ে কম নম্বর পেয়ে কীভাবে চাকরি পেলেন ববিতা। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল আদালতে ববিতা জানিয়েছিলেন যে চাকরি পাওয়ার আগে কমিশন তাঁর যে স্কোর দেখিয়েছিল। চাকরি পাওয়ার পর তার চেয়ে কম স্কোর দেখিয়েছে।

আদালতের নির্দেশে ববিতা সরকারের চাকরি

আদালতের নির্দেশে ববিতা সরকারের চাকরি

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। কারণ তিনিই প্রথম নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে করার মামলার পরেই প্রকাশ্যে আসে এসএসসি নিয়োগ কাণ্ডের একের পর এক দুর্নীতি। মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেেয় অঙ্কিতার চাকরি খারিজ করে বিবিতাকে চাকরি দেওয়া হয়। ববিতা আদালতে অভিযোগ করেছিলেন তাঁর থেকে কম নম্বর পেয়েও বাবার মন্ত্রীত্বের প্রভাব খাটিয়ে অঙ্কিতাকে চাকরি দেওয়া হয়েছিল।

গতকাল আদালতে কী জানিয়েছেন ববিতা

গতকাল আদালতে কী জানিয়েছেন ববিতা

এদিকে গতকাল আদালতে বিবিতা নিজেই আবেদন করে জানিয়েছেন যে নিয়োগের আগে কমিশন তাঁর স্কোর ৩৩ জানিয়েছিল। কিন্তু নিয়োগের পরে দেখা গিয়েছে তাতে ২ নম্বর কম রয়েছে। যদিও ববিতাকে নিয়োগের আগে তাঁর স্কোর খতিয়ে দেখেছিল আদালত। তারপরেই অঙ্কিতার চাকরি খারিচ করে ববিতাকে চাকরি দেওয়া হয়। ববিতা চাকরি পাওয়ার পরেও প্রবল সমস্যায় পড়েছিলেন। থাকার জন্য ঘরভাড়া পাচ্ছিলেন না তিনি। তাঁর অভিযোগ ছিল যাঁরা ঘর ভাড়া দিতে চাইছেন তাঁদের হুমকি দিচ্ছে শাসক দল সেকারণে তিনি ঘর ভাড়া পাচ্ছেন না। এদিকে গতকাল আদালতে তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য নতুন করে নম্বর কমানোর কথা জানিয়েছে।

কী দাবি জানিয়েছে অনামিকা

কী দাবি জানিয়েছে অনামিকা

ববিতার থেকে বেশি নম্বর পেয়েও তিনি চাকরি পাননি এমনই দাবি করেছেন শিলিগুড়ির চাকরি প্রার্থী অনামিকা রায়। অনামিকা আদালতে দাবি করেছেন কেবল চাকরি খারিজ করতে হবে না অনামিকাকে এতদিন তিনি যে বেতন পেয়েছেন সেটাও ববিতাকে ফেরত দিতে হবে। অনামিকাও ববিতার মতই উত্তরবঙ্গের বাসিন্দা। তিনি শিলিগুড়িতে থাকেন। এদিকে ববিতা আগে থেকেই কমিশনের বিরুদ্ধে নম্বরের ফারাক তুলে আবেদন জানানোয় নতুন করে বিতর্কিত মোড় নিয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা।

Suvendu Adhikary: 'এবার বুলডোজার আসছে' গাজোলের কর্মিসভা থেকে নতুন হুঁশিয়ারি শুভেন্দুরSuvendu Adhikary: 'এবার বুলডোজার আসছে' গাজোলের কর্মিসভা থেকে নতুন হুঁশিয়ারি শুভেন্দুর

English summary
Case at Kolkata High Court against Babita Sarkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X