For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্জ্য ব্যবস্থাপনা ধাপার মাঠে বিশেষ বায়ো মাইনিং ইউনিট

বর্জ্য ব্যবস্থাপনা ধাপার মাঠে বিশেষ বায়ো মাইনিং ইউনিট

  • |
Google Oneindia Bengali News

ধাপার মাঠে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে জমতে থাকা বর্জ্য পদার্থগুলির দ্বারা জমি ভরাট রুখতে ও পুর্নব্যবহারযোগ্য করার উদ্দেশ্যে বিশেষ বায়ো মাইনিং ইউনিট বসাতে চলেছে কলকাতা পৌরসভা। যার মধ্যমে দ্রুত প্রাকৃতিক উপায়ে জৈব ও অজৈব বর্জ্য পদার্থ গুলি নষ্টকে করা সম্ভব হবে।

বর্জ্য ব্যবস্থাপনা ধাপার মাঠে বিশেষ বায়ো মাইনিং ইউনিট


শনিবার এই প্রসঙ্গে একাধিক বক্তব্য করতে শোনা যায় রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এই বিশেষ বায়ো মাইনিং ইউনিটির সফলতার মুখ দেখলে আগামীতে রাজ্য সরকারের তরফে ধাপা সংলগ্ন এলাকায় একটি কারখানাও করা হতে পারে বলে জানান তিনি। যার মাধ্যে স্তূপাকৃতি বর্জ্য থেকে সহজেই জৈব ও অজৈব পদার্থকে গুলিকে আলাদা করে সম্ভব হবে।

পরবর্তীতে ওই জৈব বর্জ্য থেকে জৈব সার তৈরির মাধ্যমে তা কৃষি কাজের কাজে লাগানো যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একইসাথে ধাপার মাঠে বর্জ্য থেকে পাওয়া অজৈব উপাদান গুলি প্লাস্টিক, রাবার, কাপড়, চামড়া, এমনি সিমেন্ট শিল্পেও ব্যবহার করা যাবে।

এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম আরও বলেন, “ ধাপার মাঠে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নিয়েছি আমরা। তবে এই পুরো প্রক্রিয়াটি বাস্তবায়িত করতে বেশ কিছুটা সময় লাগবে। পরিকাঠামো তৈরির কাজও ইতিমধ্যে শুরু হয়েছে। ” অন্যদিকে সাড়া বাংলায় পৌরসভা এলাকায় প্রতিদিন ১৪,০০০ মেট্রিক টন বর্জ্য উত্পাদিত হয়। সেখানে কলকাতা পৌরসভাই প্রতিদিন ৪৫০০ মেট্রিক টন বর্জ্য ধাপার মাঠে জমা করে।

তফসিলি জাতি ও উপজাতি সমস্যা দূরীকরণে আসছে নতুন কমিশনতফসিলি জাতি ও উপজাতি সমস্যা দূরীকরণে আসছে নতুন কমিশন

English summary
special bio mining unit for waste management at dhapa by kmc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X