দিল্লিতে মুকুল-শোভন-বৈশাখী বৈঠকে উঠে এল বিজেপির 'বিভীষণ' নেতার নাম
শোভন-বৈশাখীর বিজেপিতে থাকা না থাকা নিয়ে আলোচনার মধ্যেই উঠে এসেছে বিজেপির বিভীষণ নেতার নাম। সূত্রের খবর, তিনি হলেন বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। দেবশ্রীকে বিজেপিতে যোগদান করানোর সম্ভাবনার নেপথ্যে তিনিই ছিলেন, নিশ্চিত শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জয়প্রকাশ মজুমদার।

জয়প্রকাশ মজুমদারকে নিয়ে ক্ষোভ
সূত্রের খবর অনুযায়ী, দেবশ্রী রায়কে বিজেপি যোগদানের সম্ভাবনার নেপথ্যে জয়প্রকাশ মজুমদারই ছিলেন। দাবি শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। অরবিন্দ মেননের সঙ্গে বৈঠকে তাঁরা যেমন এই নাম জানিয়েছিলেন, তেমনই মুকুল রায়ের সঙ্গে বৈঠকে বৈঠকে এই নাম নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। প্রথমে সন্দেহ হলেও, শোভন চট্টোপাধ্যায় নিজের যোগাযোগ কাজে লাগিয়েই জয়প্রকাশ মজুমদারের নাম জানতে পারেন বলে সূত্রের খবর।

জয়প্রকাশের 'কার্যকলাপ' নিয়ে অভিযোগ
বাইপাসের হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ অর্জুন সিং। সোমবার তাঁকে দেখতে গিয়েছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সেখানেই তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা করেন বলে অভিযোগ। অভিযোগ এই কারণেই, সেই কথা শোভন চট্টোপাধ্যায়ের কানেও পৌঁছে যায় বলে সূত্রের দাবি। আর এসম্পর্কে শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাঁর ও বৈশাখীর
মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছেন জয়প্রকাশ। নিজের কার্যকলাপ আড়াল করতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে জয়প্রকাশ মজুমদার জড়াচ্ছেন বলে মুকুল রায়ের কাছে অভিযোগ করেন শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, শোভন-বৈশাখীকে জয়প্রকাশ সম্পর্কে মুকুল রায় আশ্বস্ত করেছেন বলে জানা গিয়েছে।

বৈশাখীর সূত্রেই জয়প্রকাশের সঙ্গে আলাপ
জয়প্রকাশ মজুমদারকে নিয়ে ক্ষোভ, সন্দেহ থাকলেও এই জয়প্রকাশের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের আলাপ হয়েছিল বৈশাখীর বন্দ্যোপাধ্যায়ের সূত্রেই।

বিজেপিতেই জয়প্রকাশকে নিয়ে ক্ষোভ
সূত্রের খবর অনুযায়ী, বিজেপির অভ্যন্তরে জয়প্রকাশ মজুমদারকে নিয়ে ক্ষোভ রয়েছে। দিন কয়েক আগে নদিয়ার করিমপুরে দলীয় কর্মীদের হাতেই হেনস্থা হতে হয়েছিল জয়প্রকাশকে। সেই ঘটনায় জয়প্রকাশ মজুমদারের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে বিজেপির অন্দরমহলে।