For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দিদি'র অনুরোধে 'দাদা'র রিয়্যালিটি শো!

Google Oneindia Bengali News

কলকাতা, ৭ সেপ্টেম্বর : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টেলিভিশনের পর্দারও চ্যাম্পিয়ন। সৌজন্য অবশ্যই "দাদাগিরি"। এবার দাদাগিরির বাইরে আরও অন্য একটি নতুন রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করতে চলেছেন দাদা। তবে এবার অনুরোধটা এসেছে সোজা দিদির তরফে।

বিষয়টা তবে একটি পরিষ্কার করেই বলা যাক। বাঙালির দাদা বলতে একজনই আর তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর দিদি তো বাংলা ছাপিয়ে গোটা ভারতের, তার তিনি আর কেউ নন বরং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'দিদি'র অনুরোধে 'দাদা'র রিয়্যালিটি শো!

এখন বিষয়টা হল পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'শিল্প করুন, বাংলা গড়ুন' বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছেন। আর তাই রাজ্য সরকারের স্পনসর করা রিয়্যালিটি শো 'এগিয়ে বাংলা - আপনি যখন এন্ট্রেপ্রিনিওর' -এর সঞ্চলনার দায়িত্ব সৌরভকে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মমতা।

রবিবার নিজের ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার শিল্প ও ব্যবসা সংক্রান্ত একটি এক্সক্লুসিভ বাংলা রিয়্যালিটি শো আনতে চলেছে। এই অনুষ্ঠানের লক্ষ্য হবে তরুণ উদ্যোক্তারা এবং তাদের অনন্য ব্যবসায়ীক পরিকল্পনা, ও তাদের লক্ষপূরণে সাহায্য করা। এই অনুষ্ঠানের মুখ হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই রিয়্যালিটি অনুষ্ঠানটির পরিকল্পনা মুখ্যমন্ত্রীরই মস্তিষ্ক প্রসূত। কীভাবে বেকারদের কর্মসংস্থান করা যায়, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা যায় এরাজ্যে শিল্পের জন্য, এইসব ভাবতে ভাবতেই এই অনুষ্ঠানের পরিকল্পনা। অনুষ্ঠানটি একটি বাংলা চ্যানেলে প্রাইম টাইমে সম্প্রচারিত হবে বলে জানিয়েছেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সার্বিক পরিকল্পনা ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারকে একটু হলেও বাড়তি অক্সিজেন প্রদান করবে।

তবে এই অনুষ্ঠানের সঞ্চালনার জন্য রাজ্য সরকার পারিশ্রমিক হিসাবে সৌরভকে কত টাকা দিচ্ছে তা প্রকাশ করতে চাইছেন না সরকারি আধিকারিকরা।

এই অনুষ্ঠানের নলেজ পার্টনার হতে চলেছে কলকাতা আইআইএম। ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজীব সিনহা একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তরুণ উদ্যোক্তাদের এই রিয়্য়ালিটি শো-এ মাধ্যমে বেছে নেওয়া হবে। এবং তাদের স্বপ্নপূরণে সাহায্য করবে রাজ্য সরকার।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল ব্যবসার জন্য অনন্য ও ভাল ব্যবসার পরিকল্পনাকে সামনে আনা। শুধু তাই নয়, তরুণ অনভিজ্ঞ উদ্যোক্তা, যাদের মধ্যে ক্ষমতা রয়েছে, তাদেরকে বিশেষজ্ঞ দিয়ে গ্রুম করা, সামনের পথে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করাও এই অনুষ্ঠানের ফরম্যাটের মধ্যে রয়েছে।

এই অনুষ্ঠানের জন্য রাজ্যজুড়ে বিশাল মাত্রায় প্রচার চালাবে রাজ্য সরকার, যাতে এই অনুষ্ঠান ও তার উপকারিতা সম্পর্কে রাজ্যে ছোট ও মাঝারি মাপের উদ্যোক্তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা যায় বলে জানিয়েচেন, রাজীববাবু।

English summary
Sourav Ganguly to host reality show on West Bengal CM’s request
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X