For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘাটালে কি এবার দেবের বিরুদ্ধে 'মুখ্যমন্ত্রীর মেয়ে'! ডাক্তারবাবর মুখে 'আলু-পটল'-এর কথা

'বাজারে শোনা যাচ্ছে কোনোও‌ আলু-পটোল আসতে পারে। মোকাবিলা করে তার উত্তর দিতে হবে।'

Google Oneindia Bengali News

'বাজারে শোনা যাচ্ছে কোনোও‌ আলু-পটোল আসতে পারে। মোকাবিলা করে তার উত্তর দিতে হবে।' তৃণমূল প্রার্থী দেব-কে পাশে নিয়ে, ঘাটাল কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী ভারতী ঘোষকে ঠিক এই ভাষাতেই কার্যত উড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক মানস ভুইঞা। এদিন তাঁকে সঙ্গে নিয়ে দেব ঘাটালে প্রথম কর্মীসভা করেন।

ঘাটালে কি এবার দেবের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মেয়ে! ডাক্তারবাবর মুখে আলু-পটোল-এর কথা

বিজেপি এখনও প্রার্থী তালিকা না জানালেও, বিজেপি প্রার্থী হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের নাম শোনা যাচ্ছে। এক সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'মা' বলা ভারতী সম্প্রতি মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন। তারপর থেকেই তিনিই ঘাটাল কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন এরকম হাওয়া রয়েছে।

[আরও পড়ুন:'গট-আপ' ম্যাচে মোদীর আর এক 'স্টাইক'! নীরব মোদীর গ্রেফতারিতে খোঁটা মমতার][আরও পড়ুন:'গট-আপ' ম্যাচে মোদীর আর এক 'স্টাইক'! নীরব মোদীর গ্রেফতারিতে খোঁটা মমতার]

এদিন এই নিয়ে প্রশ্ন করা হলে মানস ভূইঞা‌ বলেন, ওই 'আলু-পটোল' মন্তব্য করেন। তিনি আরও বলেন আসন্ন লোকসভা নির্বাচন‌ শুধু একটি দলকে হারানোর নির্বাচন নয়। মাতায় রাখতে হবে এটি সংবিধান ও দেশ রক্ষার লড়াই।

[আরও পড়ুন:এবার লক্ষ্য সাড়ে তিন লাখ! 'ডাক্তারবাবু'কে নিয়ে ঘাটালে পা দিলেন তৃণমূল প্রার্থী দেব ][আরও পড়ুন:এবার লক্ষ্য সাড়ে তিন লাখ! 'ডাক্তারবাবু'কে নিয়ে ঘাটালে পা দিলেন তৃণমূল প্রার্থী দেব ]

গত লোকসভা নির্বাচনে ঘাটাল আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে আড়াই লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন দীপক অধিকারী তথা চিত্র তারকা দেব। দল চাইছে এবার জয়ের ব্যবধান হোক অন্তত সাড়ে তিন‌ লক্ষ। চাহিদা পূরণ হবে বলেই মনে করছেন প্রার্থী। তাঁর বড় ভরসা গতবার তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকা 'ডাক্তারবাবু' মানস ভূইঞা।

[আরও পড়ুন:পায়ে হেঁটেই হেভিওয়েটদের টক্কর দিচ্ছেন ভোট প্রচারে, রায়গঞ্জে মরিয়া লড়াই সেলিমের][আরও পড়ুন:পায়ে হেঁটেই হেভিওয়েটদের টক্কর দিচ্ছেন ভোট প্রচারে, রায়গঞ্জে মরিয়া লড়াই সেলিমের]

English summary
TMC leader Manas Bhuiya compared Bharati Ghosh, Ex SP of West Midnapore and probable BJP candidate of Ghatal, with potato or gourd.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X