For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পিসি'কেই অনুসরণ করছেন শুভ্রাংশু রায়! ‘দিদিকে বলো’য় মুকুল-পুত্র নিলেন নয়া অবস্থান

তৃণমূলের ‘দিদিকে বলো’ নকল করে এবার ‘ঘরের ছেলেকে বলো’ কর্মসূচি নিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। পিসির দল ছেড়ে বাবার দলে নাম লিখিয়ে কোমর বেঁধে নেমে পড়লেন প্রচারে।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের 'দিদিকে বলো' নকল করে এবার 'ঘরের ছেলেকে বলো' কর্মসূচি নিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। পিসির দল ছেড়ে বাবার দলে নাম লিখিয়ে কোমর বেঁধে নেমে পড়লেন প্রচারে। বীজপুরের অলিতে-গলিতে 'ঘরের ছেলেকে বলো' পোস্টারে ছেয়ে দেল এলাকা। এই প্রচারের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল- তিনি যে চুলও জমি ছাড়ছেন না তৃণমূলকে।

লোকসভায় বিপর্যয়ে ‘দিদিকে বলো'

লোকসভায় বিপর্যয়ে ‘দিদিকে বলো'

এবার লোকসভা নির্বাচনে রাজ্যে ৪২-এ ৪২ টার্গেট করেছিল তৃণমূল। আখেরে জুটেছে মাত্র ২২টি। এই ফলকে চূড়ান্ত বিপর্যয় বলেই ধরে নিয়েছে রাজনৈতিক মহল। সেদিক দিয়ে বিজেপির উত্থান একেবারে ২ থেকে ১৮-য়। তারপরই ধাক্কা সামলাতে তৃণমূলের ‘দিদিকে বলো' প্রচার শুরু।

‘দিদিকে বলো'র পাল্টা ‘ঘরের ছেলেকে বলো'

‘দিদিকে বলো'র পাল্টা ‘ঘরের ছেলেকে বলো'

এখন সেই প্রচার মাইলেজ পেয়ে যাক, তা চান না তৃণমূল ত্যাগী বিধায়ক মুকুল-পুত্র শুভ্রাংশু। তিনি তাই ‘দিদিকে বলো'র পাল্টা ‘ঘরের ছেলেকে বলো' কর্মসূচিতে নেমে পড়েছেন। এলাকায় পোস্টার বন্যা বইয়ে তিনি ‘ঘরের ছেলেকে বলো' প্রচার চালাচ্ছেন। দিয়েছেন নিজস্ব ফোন নম্বর, মেল আইডিও।

‘দাদাকে বলুন' ছে়ড়ে ‘ঘরের ছেলেকে বলো'

‘দাদাকে বলুন' ছে়ড়ে ‘ঘরের ছেলেকে বলো'

তৃণমূলের পাল্টা কদিন আগেই ‘দাদাকে বলুন' কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য বিজেপি। এই প্রচারে চা খেতে খেতে সরাসরি সুখ-দুঃখের কথা ভাগ করে নেওয়া যাবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। এবার শুভ্রাংশু নিজের স্টাইলে শুরু করলেন ‘ঘরের ছেলেকে বলো' কর্মসূচি।

পিসিকে নকল করেই এগোচ্ছেন শুভ্রাংশু

পিসিকে নকল করেই এগোচ্ছেন শুভ্রাংশু

‘ঘরের ছেলেকে বলো' কর্মসূচিতে শুভ্রাংশু তাঁর নিজস্ব মোবাইল নম্বর ৯০৫১৩৭৭০৬৮ এবং মেল আইডি দেন। একেবারেই পিসির কায়দায় তিনি জনসংযোগ শুরু করে দিয়েছেন। ভিজিটিং কার্ডে ছবি-সহ ফোন নম্বর ও মেল আইডি বিতরণ চলছে। এলাকায় গিয়ে স্থানীয়দের সমস্যার কথা শুনছেন শুভ্রাংশু।

English summary
Shubhrangshu Roy starts new campaign ‘Gharer Cheleke Bolo’ according to Mamata Banerjee. The poster of ‘Gharer Cheleke Bolo’ is spread in Bijpur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X