For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলা নয়, সমাধানের পথ বাতলাক সরকার! প্রতিক্রিয়া শহিদ বাবলু সাঁতরার স্ত্রীর

দেশ ও পাড়ায় বদলার দাবি উঠলেও, তিনি তা চান না। কেননা তা হলে, ওপারে কারও না কারও কোল খালি হবে। বলেছেন মিতা সাঁতরা।

  • |
Google Oneindia Bengali News

দেশ ও পাড়ায় বদলার দাবি উঠলেও, তিনি তা চান না। কেননা তা হলে, ওপারে কারও না কারও কোল খালি হবে। শোকের আবহেও এমনই মন্তব্য পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানায় নিহত ৪০ জন সিআরপিএফ জওয়ানের মধ্যে বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরার।

বদলা নয়, সমাধানের পথ বাতলাক সরকার! প্রতিক্রিয়া শহিদ বাবলু সাঁতরার স্ত্রীর

শনিবার সকাল থেকেই বাড়ি থেকে পাড়া, অপেক্ষা কখন দেহ আসবে বাবলু সাঁতরার। হাওড়ার বাউড়িয়ার চককাশী রাজবংশীপাড়ায় দোষীদের শাস্তির দাবি উঠেছে। এরই মধ্যে প্রতিক্রিয়া জানান মিতা সাঁতরা। তিনি বলেন, যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। যুদ্ধের ফলে মায়ের কোল খালি হবে। যুদ্ধ না করে সমাধানের পথ খুঁজে বের করতে হবে সরকারকে। বলেছেন তিনি।

শনিবার সন্ধে সাড়ে ছটা নাগাদ কফিন এসে পৌঁছয় বাউড়িয়ার চককাশী রাজবংশীপাড়ায়। বাড়ির কাছেই খেলার মাঠে গান স্যালুটের জন্য আগে থেকেই আয়োজন করা হয়েছিল। তবে সকাল থেকে তা দেখতে আশপাশের বাড়ি ছাদে ভিড় জমিয়েছিলেন দূরদূরান্ত থেকে আগত সাধারণ মানুষ।

মিতা সাঁতরা জানিয়েছেন, বিকেল পর্যন্ত সিআরপিএফ-এর ইউনিট ছাড়া কেন্দ্রের তরফে কেউই যোগাযোগ করেনি। সামান্য বেতনে তিনি এক বেসরকারি স্কুলে পড়ান। তবে প্রয়োজন পড়লে সেনাবাহিনীতে তিনি নাম লেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন।

English summary
She does not want revenge, Govt should find out the way, said Shahid Bablu Santra's wife
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X