তৃণমূল ব্যস্ত মারামারিতে! প্রথম উপস্থিতিতেই অধীর গড়ে 'বড়' ভাঙন ধরালেন দিলীপ ঘোষ
মুর্শিদাবাদ কংগ্রেসে বড় ভাঙন। এমনটাই দাবি বিজেপির। ১০০-র বেশি যুব কর্মকর্তা তাঁদের দলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী দিনে তারা বিজেপিকে জেতানোর জন্য কাজ করবেন, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তবে ফল পেতে পরের নির্বাচন হয়ে যাবে বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে।

তৃণমূল ব্যস্ত মারামারি করতে
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, এলাকায় তৃণমূল ব্যস্ত মারামারি করতে। কে কাকে হঠাবে, তা নিয়েই ব্যস্ত তারা। তিনি আরও কটাক্ষ করে বলে ৫ জায়গার লোক জড়ো করেছে তৃণমূল। জেলা প্রসিডেন্ড ধার করেছে। কেউ কাউকে মানে না। ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল, তাই মারামারি করছে, বলেছেন দিলীপ ঘোষ।

নতুন নতুন লোক বিজেপিতে
দিলীপ ঘোষ বলেন, নতুন নতুন লোক বিজেপিতে যোগ দিচ্ছেন। বিজেপি এগোচ্ছে, মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

কাজে খুশি হয়ে কংগ্রেসে যোগ
কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া অনেকেই বিজেপির কাজের প্রতি আকৃষ্ট হওয়ার কথা উল্লেখ করেন। বিশেষ করে তারা ৩৭০ ধারা বিলোপের কথা উল্লেখ করেন। রাজ্যে বিজেপির সরকার এলে কাজ আরও ভাল হবে বলে মন্তব্য করেন দলবদলকারী বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রাকেশ শিকদার।

প্রাক্তন মাওবাদীদের দিয়ে ভয় দেখানো হচ্ছে! সরকারের চোখে চশমা, না মাইক্রোস্কোপ, বিস্ফোরক ভারতী