For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূর্ণিমার কোটালে ইছামতি ও বিদ্যাধরী নদী বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল

পূর্ণিমার কোটালে ইছামতি ও বিদ্যাধরী নদী বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বসিহাট মহাকুমার হাসনাবাদ ব্লকের ও মিনাখা ব্লকের নদীর বাঁধ ভাঙ্গলো মিনাখা নেরুলি গ্রাম প্রায় ১০০ ফুট বিদ্যাধরী নদী বাঁধ ভেঙে যায়। যার ফলে বিস্তীর্ণ অঞ্চলে জল ঢুকে যায় । ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গ্রাম চাষের জমি সহ মেছো ভেড়িতে জল ঢুকে যায় ।পাশাপাশি হাসনাবাদ ব্লকের হাসনাবাদ বিএসএফ ক্যাম্পের সামনে ইছামতি নদীর বাঁধ ভেঙে যায় নদী জল ঢুকে পরে বিএসএফ ক্যাম্প ।এর মধ্যে ঘটনাস্থলে সেচ দপ্তর আধিকারিক জান যুদ্ধকালীন তৎপরতায় নদীর কাজ শুরু করেছেন বাশ বালির বস্তা দিয়ে মেরামতির কাজ শুরু করেছেন।

পূর্ণিমার কোটালে ইছামতি ও বিদ্যাধরী নদী বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল

হাসনাবাদ এর বিডিও অরিন্দম মুখার্জী পুরো ঘটনা সেচ দপ্তরের নজরে এনেছেন। যাতে বড়োসড়ো ভাঙ্গন রোধ করা যায় কাজ শুরু করেছে। সে দপ্তর পাশাপাশি মিনাখা ব্লকের বিদ্যাধরী নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চলে জল ডুকছে যতক্ষণ নদীর ভাটা না পরলে ততক্ষণ বাঁধ মেরামতের কাজ শুরু করা যাবে না রাত্রেও কাজ হবে আলো জ্বালিয়ে । পূর্ণিমার ভরা কোটালে নদী বাঁধ ভেঙে প্লাবিত হল উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমা হাসনাবাদ ও মিনাখা ব্লকের ব্লকের বিস্তীর্ণ এলাকা।

বুধবার সকালে জোয়ারের সময় বাঁধ নদীর নোনা জল ঢুকে পড়ে গ্রামে। ধান খেত থেকে শুরু করে সাধারণ বাড়ি ঘর সবকিছুই প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার। গ্রামবাসীরা কাল ত্রিপল বিয়ে বাধ রোখার চেষ্টা করলে শেষ পর্যন্ত রক্ষা করতে পারিনি ।ঘটনাস্থলে সেচ দপ্তরে আধিকারিকরা বিডিও শেখ কামারুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান
একদিকে করোনা আতঙ্কে গৃহবন্দি মানুষজন অন্যদিকে সেই ঘরেই জল ঢুকে যাওয়ায় ঘর থেকে বেরিয়ে আশ্রয় উঁচু জমিতে।

দীর্ঘদিন বাঁধ এর দুরবস্থার কথা প্রশাসন কে জানানো সত্ত্বেও কোন কর্ণপাত করেনি দীর্ঘ সময় ধরে এলাকায় জল ঢুকে ধান জমি পুকুর কাঁচা বাড়ি ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন বিডিও পঞ্চায়েতের সহযোগিতায় দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে গ্রামবাসীরা বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত বাঁধের ওপরে গ্রামবাসীদের নিজেদের মধ্য মারধর শুরু হয়ে যায় ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আছে।

 মমতা সিঙ্গাপুর থেকে এনেছেন সিঙ্গাপুরী কলা! রাজ্যে তিন ধরনের তৃণমূল নেতা, ব্যাখ্যা করলেন সায়ন্তন মমতা সিঙ্গাপুর থেকে এনেছেন সিঙ্গাপুরী কলা! রাজ্যে তিন ধরনের তৃণমূল নেতা, ব্যাখ্যা করলেন সায়ন্তন

English summary
Several area flooded in North 24 Pargana's Basirhat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X