For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত পোহালেই ব্রিগেড! তৃণমূলের সভায় আনুমানিক লোকসংখ্যা অবাক করার মত

তৃণমূলের ব্রিগেড সমাবেশ ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। চন্দ্রবাবু নায়ডু, শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিং সহ দেশের একাধিক প্রথম সারির মোদী বিরোধী নেতারা শনিবারের সভায় উপস্থিত থাকতে চলেছেন।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের ব্রিগেড সমাবেশ ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। চন্দ্রবাবু নায়ডু, শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিং সহ দেশের একাধিক প্রথম সারির মোদী বিরোধী নেতারা শনিবারের সভায় উপস্থিত থাকতে চলেছেন। ঐতিহাসিক এই ব্রিগেড সমাবেশ লোকসভা নির্বাচনের আগে অন্যতম প্রাসঙ্গিক সভা হতে চলেছে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে।দেখে নেওয়া যাক সভার প্রাক মুহূর্তে নিরাপত্তা থেকে ব্য়বস্থাপনার ছবিটা কেমন।

 রাত পোহালেই ব্রিগেড!

রাত পোহালেই ব্রিগেড!

এদিকে,তৃণমূলের এই সভা ঘিরে ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন দলীয় সদস্য থেকে নেতা কর্মীরা। মনে করা হচ্ছে, আনুমানিক প্রায় ৫০ লাখ মানুষের জমায়েত হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন এই সভায়। সভাস্থেল উপস্থিত থাকছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভিভিআইপি নেতারা। এদিকে ব্রিগেডের নিরাপত্তায় কোনও ফাঁর রাখতে নারাজ প্রশাসন।

 নজরদারি

নজরদারি

ওয়াচ টাওয়ার থেকে ড্রোনের নজরদারি সঙ্গে নিয়ে একাধিক নিরাপত্তা বেষ্টনী থাকছে ব্রিগেডের সমাবেশে। এছাড়াও থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিয়ে আঁটোসাঁটো ব্যবস্থা রয়েছে লালবাজারের তরফে। শুধু ভিভিআইপিদের নিরাপত্তাই নয় সাধারণ মানুষ থেকে দলীয় কর্মীদের নিরাপত্তা ঘিরেও একাধিক ব্যবস্থা রয়েছে কলকাতা পুলিশের। এজন্য শনিবার অতিরিক্ত পুলিশ নামছে শহরে।

 পুলিশি ব্যবস্থা

পুলিশি ব্যবস্থা

পুলিশ সূত্রের দাবি, ২০০টি পুলিশ পিকেট , ১০ টি কুইক রেসপন্স টিম কাল পাহারায় থাকবে ব্রিগেড সংলগ্ন এলাকায়। সাদা পোশাকে শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকবেন গোয়েন্দা তথা পুলিশ। এদিকে, শহরের বেশ কয়েকটি জায়গায় এলইডি স্ক্রিনের ব্যবস্থা থাকছে এক জায়গায় ভিড়ের সমস্যা এড়াতে।

খাওয়া দাওয়া

খাওয়া দাওয়া

তৃণমূলের ব্রিগেড উপলক্ষ্য়ে ইতিমধ্যে শহরের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের থাকবার ব্যবস্থা করা হয়েছে। বিধাননগর সেন্ট্রাল পার্ক, দক্ষিণের গীতাঞ্জলী স্টেডিয়াম, উত্তীর্ণ ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। খাবারের মেন্যুতে রয়েছে, ভাত, ডাল, কুমড়ো-আলুর তরকারি এবং ডিমের ঝোল । কর্মীদের স্নানের জন্য থাকছে ১২ টি জলের কল। ৫৫ টি বায়োটয়লেটের ব্যবস্থা করা হয়েছে। গোটা বিষয়টি তদারকি করছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও সুজিত বসু।

[আরও পড়ুন: মমতাই প্রধানমন্ত্রী পদের জন্য সেরা ব্যক্তিত্ব! ব্রিগেডের আগে দাবি নামী বিজেপি নেতার][আরও পড়ুন: মমতাই প্রধানমন্ত্রী পদের জন্য সেরা ব্যক্তিত্ব! ব্রিগেডের আগে দাবি নামী বিজেপি নেতার]

English summary
Security arrengments are high For Trinamool cingress Brigade meeting .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X