For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন মাসে টাকা ফেরত দিতে হবে রোজ ভ্যালিকে, নইলে শাস্তির খাঁড়া

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রোজ ভ্যালি
কলকাতা, ২০ জুন: বিনিয়োগকারীদের তিন মাসের ভিতর টাকা ফেরত দিতে হবে রোজ ভ্যালিকে। নইলে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং কোম্পানির কর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হবে। এমনই কড়া নির্দেশ জারি করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)।

সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে তা রোজ ভ্যালি নয়ছয় করছে বলে অভিযোগ উঠেছিল। এর ভিত্তিতে আদালতে মামলাও হয়। সেই মামলার সূত্র ধরে রোজ ভ্যালির বিরুদ্ধে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। প্রচুর অনিয়মের অভিযোগ নজরে আসে ইডি-র। এই পরিস্থিতিতে সেবি যে নির্দেশ দিল, তা কার্যত গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাড়াল রোজ ভ্যালির কাছে।

আগামী তিন মাসে রোজ ভ্যালিকে অন্তত দু'হাজার কোটি টাকা ফেরত দিতে হবে বলে খবর। ভারত সরকারের কর্পোরেট মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, 'মেম্বার কার্ড' নামে একটি স্কিম চালু করে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড সাড়ে পাঁচ হাজার কোটি টাকারও বেশি তুলেছে বাজার থেকে।

নতুন করে টাকাও তোলা যাবে না বাজার থেকে, নির্দেশ দিল সেবি

প্রসঙ্গত, ২০০৯-১০ অর্থবর্ষে উক্ত স্কিমে রোজ ভ্যালি ১৭৫,০১,৬৪,৬২০ টাকা সাধারণ মানুষের কাছ থেকে তুলেছিল। কিন্তু নতুন সরকারের আমলে, ২০১২ সালের ৩১ মার্চ পর্যন্ত এই অঙ্কটা বেড়ে হয়েছে ২৯০০,৯৪,৪৮,৪৩১ টাকা। পরের অর্থবর্ষে তাদের ব্যবসা আরও ফুলেফেঁপে উঠেছে। বাজার থেকে সংগৃহীত টাকার পরিমাণ ৫৬০০,৯৮,৫২,৮৫০ টাকা। এই বিপুল পরিমাণ টাকা বাজার থেকে তুলে তারা বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। অথচ বারবার দেখানো হয়েছে যে, ব্যবসায় বিপুল ক্ষতি হয়েছে! প্রশ্ন উঠেছে, যদি ব্যবসায় ক্ষতিই হবে, তা হলে কেন বিবিধ খাতে নতুন করে বিনিয়োগ করা হল? এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খুঁজতে তাই তৎপর ইডি।

শুধু যে বিনিয়োগকারীদের টাকা ফিরিয়ে দিতে সেবি নির্দেশ দিয়েছে, তাই নয়! বলা হয়েছে, বাজার থেকে নতুন করে টাকা তুলতে পারবে না রোজ ভ্যালি। তিন মাস পর সেবি-কে রিপোর্ট দিয়ে জানাতে হবে, কী ব্যবস্থা নেওয়া হল এবং কতজনকে কী পরিমাণ টাকা ফেরত দেওয়া হল। অর্থাৎ রোজ ভ্যালির সামনে এখন দ্বিমুখী চাপ। একদিকে টাকা ফেরত দেওয়া, অন্যদিকে বাজার থেকে টাকা তোলায় বাধা।

এর জেরে কি মুখ থুবড়ে পড়বে রোজ ভ্যালি? কোম্পানির ডিরেক্টর শিবময় দত্ত জানান, রোজ ভ্যালি চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত। কোম্পানি দেউলিয়া হওয়ার কোনও সম্ভাবনা নেই। কর্মীদের তিনি আশ্বস্ত করেছেন।

প্রসঙ্গত, নির্দিষ্ট সময়ে আমানকারীদের টাকা ফেরত না দেওয়ায় ইতিমধ্যে জেলে যেতে হয়েছে সাহারা কর্তা সুব্রত রায়কে। এখনও তিনি ছাড়া পাননি। ফলে রোজ ভ্যালির বিরুদ্ধে সেবি ফৌজদারি মামলা রুজু করলে সেই অভিজ্ঞতা সুখকর হবে না।

English summary
SEBI asks Rose Valley to return Rs 20k crores to people, otherwise face legal action
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X