For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্ক সার্কাসের মৃত সিএএ-বিরোধী কি বাংলাদেশি? প্রশ্ন ছুঁড়ে বিতর্কে সায়ন্তন বসু

Google Oneindia Bengali News

বিগত প্রায় একমাস ধরে পার্ক সার্কাসে সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও অবস্থানে রয়েছেন বহু মহিলা। এদেরই মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় রবিবার। শামিদা খাতুন নামে সেই মৃত মহিলা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সেই মহিলার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন এই বিজেপি নেতা।

পার্ক সার্কাসে বিক্ষোভকারীদের বেশিরভাগ বাংলাদেশি

পার্ক সার্কাসে বিক্ষোভকারীদের বেশিরভাগ বাংলাদেশি

হুগলির চুঁচুড়ায় এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে সায়ন্তন বলেন, 'আগে জানতে হবে সেই মহিলা কোন দেশে। খোঁজ নিনি যে সেই মহিলা বাংলাদেশি কি না। পার্ক সার্কাসে বিক্ষোভকারীদের বেশিরভাগ বাংলাদেশ থেকে এসে বসে আছে।' এরপর হুঙ্কারের সুরে সায়ন্তন বলেন, 'যে যতই আন্দোলন করুর সিএএ বদলাবে না। বাংলাদেশ থেকে এসে এখানে যারা আন্দোলন করছে তাদের তাড়িয়ে দেব আমরা।'

'মুখ্যমন্ত্রী নিজেই বিভ্রান্তি ছড়াচ্ছেন'

'মুখ্যমন্ত্রী নিজেই বিভ্রান্তি ছড়াচ্ছেন'

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তোপ দাগেন সায়ন্তন। সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সায়ন্তন বলেন, 'একজন মুখ্যমন্ত্রীর কাজ মানুষের মনে থাকা বিভ্রান্তি দূর করা। তবে এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিজেই বিভ্রান্তি ছড়ানোর কাজ করছেন। সিএএ নিয়ে আমরা বারবার বলে এসেছি যে ভারতীয় মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই। অবশ্য উদ্বেগের কারণ রয়েছে বাংলাদেশি মুসলিমদের। যদিও বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের আমরা নাগরিকত্ব দেব। তাদের কাছে কাগজ না থাকলেও তাঁরা নাগরিকত্ব পাবেন।'

রবিবার মৃত্যু হয় শামিদার

রবিবার মৃত্যু হয় শামিদার

এর আগে রবিবার পার্ক সার্কাসে সিএএ বিরোধী বিক্ষোভ অবস্থানে শামিল শামিদার মৃত্যু হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে। দিল্লির শাহিনবাগকে অনুকরণ করেই এই বিক্ষোভ অবস্থান গড়ে উঠেছে পার্ক সার্কাসে। এটি হয়ে উঠেছে কলকাতার শাহিনবাগ। এই স্থানে অনেক মহিলারা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে এসে বিক্ষোভ শামিল হয়েছেন। সেই দলেরই একজন ছিলেন শামিদা।

শামিদার মৃত্যুতে বিক্ষোভকারীদের শোক প্রকাশ

শামিদার মৃত্যুতে বিক্ষোভকারীদের শোক প্রকাশ

জানা গিয়েছে এন্টালি থানার বাসিন্দা শামিদা শনিবার রাতেও মঞ্চেই ছিলেন তিনি। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাশের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যাওযা হয়। হাসপাতালে নিয়ে যআওয়ার সময় বুকে ব্যথার কথা জানান শামিদা। তবে পথেই মৃত্যু হয়েছিল তাঁর। হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাঁকে মৃত হলে ঘোষণা করেন। এরপর পার্ক সার্কাসে থাকা বিক্ষোভকারীরা কালোম ব্যজ পড়ে নীরবতা পালন করে শামিদার মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেন।

English summary
sayantan basu said that deceased lady from anti caa protest in park circus could be bangladeshi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X