For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো এবার ১০৮ জোড়াফুলে! মমতার নিদানের অপেক্ষায় দিন গুণছেন সায়ন্তন

এবার কি পদ্মফুলের পরিবর্তে দুর্গাপুজো হবে জোড়াফুলে? সেই আশঙ্কাই প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

Google Oneindia Bengali News

এবার কি পদ্মফুলের পরিবর্তে দুর্গাপুজো হবে জোড়াফুলে? সেই আশঙ্কাই প্রকাশ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মনে হয় পদ্মফুলের বদলে জোড়াফউলে দুর্গাপুজোর নিদান দেবেন। সম্প্রতি পদ্মবসনা দেবী মূর্তি গড়ার থিম মেকারকে বাদ দেওয়ায় সায়ন্তনের এমন ভাবনা।

থিম মেকারে কোপ

থিম মেকারে কোপ

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পুজো কালীঘাট সঙ্ঘশ্রী। সেই পুজোয় এবার পদ্মবসনা দেবী মূর্তি গড়ার থিম মেকার থাকছেন না। তিনি বাদ পড়েছেন এবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিজেপির সাধারণ সম্পাদক।

১০৮ জোড়াফুলে পুজো

১০৮ জোড়াফুলে পুজো

তিনি বলেন, বরাবর ১০৮টি পদ্মফুল দিয়ে দুর্গাপুজো হয়। দিদি না পদ্মভীতিতে এবার পদ্মফুল ছেড়ে ১০৮টি জোড়াফুল দিয়ে পুজো করেন এবার। কটাক্ষের সুরে তিনি বলেন, বিজেপিকে নিয়ে এমনই আতঙ্ক হয়েছে যেকোনও দিন মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মফুলের পরিবর্তে জোড়াফুলে দুর্গাপুজো করার নিদান দিয়ে দেবেন।

হঠাৎ থিমে বদল সঙ্ঘশ্রীর

হঠাৎ থিমে বদল সঙ্ঘশ্রীর

আগে থেকেই কালীঘাট সঙ্ঘশ্রী ঘোষণা করে দিয়েছিল এবার তাদের পুজোর থিম হবে ‘কাটাকুটির খেলা'। হঠাৎই সেই থিম বদলে যায় নতুন থিমে। থিমের নাম ‘সবার উপরে মানুষ সত্য'। সেই সঙ্গে থিম মেকারের নামও জানায়, তাও হঠাৎ বদলে যায়।

তৃণমূলের ইচ্ছাতেই এসব

তৃণমূলের ইচ্ছাতেই এসব

পদ্মফুলে দেবী দূর্গাকে বসানো যাবে না এমন নিদান আসার পরই শিল্পীকে তা বলা হয়ছিল। কিন্তু তিনি তাতে রাজি না হওয়াতেই থিম মেকার বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের ইচ্ছাতেই পুজো থেকে পদ্ম-ছোঁয়া সরিয়ে দিচ্ছে কালীঘাট সঙ্ঘশ্রী।

English summary
Sayantan Basu criticizes Mamata Banerjee on her fear of Lotus in Durga Puja also. Sayantan gives strong message that Durga Puja can be with jora phul instead of Lotus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X