For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা কেলেঙ্কারি : তৃণমূলের দশ শীর্ষ নেতাকে এবার জেরা করবে সিবিআই

  • By Vicky Nanjappa
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ জানুয়ারি : সারদা মামলায় ফের একবার অস্বস্তিতে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের দামামা প্রায় বেজে গিয়েছে। এই অবস্থায় ফের সেই সারদাই গলার কাঁটা হতে চলেছে তৃণমূলের।

ওয়ানইন্ডিয়াকে এক সিবিআই আধিকারিক জানিয়েছেন, খুব তাড়াতাড়িই সারদা কেলেঙ্করি নিয়ে দশ তৃণমূল নেতাকে জেরা করত চলেছে সিবিআই। তাঁদের জেরা করে পাওয়া তথ্য ও ওই নেতাদের বিরুদ্ধে পাওয়া প্রমাণের উপরে ভিত্তি করেই তাঁদের নাম ফাইনাল চার্জশিটে দেওয়া হবে।

সারদা কেলেঙ্কারি : তৃণমূলের দশ শীর্ষ নেতাকে এবার সিবিআই জেরা

এখনও পর্যন্ত সারদা মামলায় যতজনকে সিবিআই জেরা করেছে তাতে এই দশজন তৃণমূল নেতার নামই সবচেয়ে বেশি করে উঠে এসেছে। এই নেতারা যে সরাসরি সারদার সুবিধাভোগী শুধু তাই নয়, এই অবৈধ জালিয়াতি ব্যবসা চালিয়ে যেতেও এরা সমানে মদত দিয়ে গিয়েছেন।

সিবিআইয়ের ওই আধিকারিক জানিয়েছেন, দশ জনের মধ্যে তৃণমূলের চার লোকসভা সদস্য, তিন রাজ্যসভা সদস্য, একজন প্রাক্তন সাংসদ ও তাঁর স্ত্রী এবং এক শিল্পী রয়েছেন। কুণাল ঘোষ বা মদন মিত্ররা এই তালিকায় নেই কারণ তাঁরা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন।

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, এতদিন সারদা কেলেঙ্কারি নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন মদন মিত্র। তবে বোধহয় তাঁর ধৈর্যের বাঁধ ভেঙেছে। কয়েকদিন আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সারদা মামলায় জড়িত থাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মদনবাবু।

ফলে সারদা মামলার শেষ চার্জশিট দেওয়ার আগে শেষবেলায় তেড়েফুঁড়ে উঠেছে সিবিআই। ইতিমধ্যেই ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে কংগ্রেস নেতা পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের নাম উল্লেখ করেছে সিবিআই। তবে সেখানে তাঁকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়নি। তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন বলে উল্লেখ করা হয়েছে।

English summary
Saradha- CBI to question 10 top TMC leaders soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X