For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবাসিকদের হাতকড়া পরিয়ে রড দিয়ে প্রহার, সোনারপুর পুনর্বাসন কেন্দ্রে গ্রেফতার ৩

মাদকাশক্তদের এই পুনর্বাসন কেন্দ্রের আবাসিকদের হাতকড়া পরিয়ে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। কর্তৃপক্ষের কথার অন্যথা করলেই জুটত মার।

Google Oneindia Bengali News

দক্ষিণ ২৪ পরগনা, ৩১ জানুয়ারি : ফের বিতর্কে জড়িয়ে পড়ল পুনর্বাসন কেন্দ্র। এবার আবাসিকদের উপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের জীবনজ্যোতি ফাউন্ডেশনের আবাসিকদের মারধর করার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধেই। এই অভিযোগে পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হয়।[ইংরেজি বলায় এই রাজ্যে হাত বেঁধে, জামাকাপড় খুলিয়ে গণধোলাই প্রযুক্তি কর্মীকে]

অভিযোগ, মাদকাশক্তদের এই পুনর্বাসন কেন্দ্রের আবাসিকদের হাতকড়া পরিয়ে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। কর্তৃপক্ষের কথার অন্যথা করলেই জুটত মার। সোমবারও ঘটে এই মারধরের ঘটনা। তখন এক আবাসিক কোনওরকমে পালিয়ে অন্য এক আবাসিকের বাড়িতে গিয়ে সেই খবর জানায়। এরপরই ওই পরিবারের পক্ষ থেকে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।[প্যারিসে মল্লিকা শেরাওয়াতের উপরে হামলা, মারধর, জানাল ফরাসি পুলিশ]

আবাসিকদের হাতকড়া পরিয়ে রড দিয়ে প্রহার, সোনারপুর পুনর্বাসন কেন্দ্রে গ্রেফতার ৩

প্রথমে অভিযোগে নিতে অস্বীকার করলেও পুলিশ চাঞ্চল্যকর এই অভিযোগে পুনর্বাসন কেন্দ্রে তদন্তে যান। সেখানে গিয়ে অভিযোগের সত্যতাও নিরূপণ করেন তদন্তকারীরা। তারপর এক আবাসিকের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়।[নিজের স্বামী বিল ক্লিন্টনকে পেটাতেন হিলারি ক্লিন্টন!]

পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হোমের মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হোমের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। হোম থেকে উদ্ধার করা হয়েছে লোহার রড, হাতকড়া, লাঠি।[ঝাড়ফুকের নামে দুই তান্ত্রিকের মারধর, মৃত গর্ভবতী যুবতী]

English summary
Residents were beaten with iron rod to handcuff at rehabilitation centre in Sonarpur of south 24 pargana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X