For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেলিব্রেশনের শুরু বৃহস্পতিবার থেকে! বাংলায় দোলের সপ্তাহের শেষ চারদিনে মদ বিক্রিতে রেকর্ড

সেলিব্রেশনের শুরু বৃহস্পতিবার থেকে! বাংলায় দোলের সপ্তাহের শেষ চারদিনে মদ বিক্রিতে রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

মধ্যের একবছর রঙের উৎসবে মাততে পারেনি বঙ্গবাসী। কারণ করোনা। আর এইবার দোলযাত্রাই (Dol Yatra) হোক কিংবা হোলি (Holi) সবেতেই রাজ্যের পর্যটন স্থানগুলি ছিল পরিপূর্ণ। সেইসঙ্গে মদ (liquor) বিক্রিতেও রেকর্ড করেছে রাজ্য। সপ্তাহের শেষ চার দিনে রাজ্যের কোষাগার বেশ কিছুটা পূর্ণ করতে পেরেছে আফগারি দফতর।

 চার দিনের সেলিব্রেশন

চার দিনের সেলিব্রেশন

রাজ্যে শুক্রবার ছিল দোল আর শনিবার ছিল হোলি। তবে উৎসবের শুরুটা হয়েছিল বৃহস্পতিবার থেকে। বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে বৃহস্পতিবার থেকেই ভিড় হতে শুরু করেছিল। সব মিলিয়ে সপ্তাহ শেষের চার দিন টানা সেলিব্রেশন।

 ৪ দিনে রেকর্ড মদ বিক্রি

৪ দিনে রেকর্ড মদ বিক্রি

বৃহস্পতিবার থেকে রবিবার টানা চার দিনে মদ বিক্রি হয়েছে প্রায় ২০০ কোটি টাকার। দিনে গড়ে ৫০ কোটি করে। তবে শুক্রবার দোল উপলক্ষে মদের দোকানগুলি বিকেল পর্যন্ত সরকারিভাবে বন্ধ ছিল। আর বিকেলের পরেই মদের দোকানগুলিতে লম্বা লাইন চোখে পড়েছে। সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেইদিনই প্রায় ৭০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এবারের মদ বিক্রি হারিয়ে দিয়েছে আগের বারের পরিমাণকে। তবে দেশি মদই বেশি পছন্দ করেছেন সুরাপ্রেমিরা। দোলের পরের পছন্দ ছিল হুইস্কি।

মদ বিক্রির টাকা কোষাগার পূর্ণ

মদ বিক্রির টাকা কোষাগার পূর্ণ

করোনা কালে অনেক মানুষের আয় কমা থেকে শুরু করে চাকরি হারালেও, রাজ্যে মদ বিক্রি বেড়েছিল। এই সময়কালে রাজ্যে মদ বিক্রির পুরনো সব রেকর্ড ভেঙেছিল। ২০১৭-২০১৮ আর্থিক বছরে যে মদ বিক্রি হয়েছিল, তাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল করোনা কালের মদ বিক্রি। রাজ্য সরকারের সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-র জুন থেকে ২০২১-এর ডিসেম্বর পর্যন্ত মদ বিক্রি থেকে রাজ্য সরকারের আয় হয়েছিল প্রায় ২৩ হাজার কোটি টাকা।
২০২১-এর দুর্গাপুজোর ৪ দিনে প্রায় ৪০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। আর ১ অক্টোবর থেকে ১২ অক্টোবরের মধ্যে প্রায় ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। এছাড়াও বর্ষবরণের দিন থেকে টানা নদিন গড়ে ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল সারা রাজ্য জুড়েই।

দেশি মদ বিক্রি করেই বেশি আয়

দেশি মদ বিক্রি করেই বেশি আয়

সেই সময়ে জানা গিয়েছিল দেশি মদ বিক্রি করে আফগারি দফতর রাজ্যের কোষাগার ভরেছিল। যা মদ বিক্রি হয়েছিল তার ৩৫ শতাংশই ছিল দেশি। এরপর ছিল বিয়ার। এর আগে ২০২১-এর দুর্গা পুজো এবং বড়দিন এবং নববর্ষেও রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছিল রাজ্যে। তবে পাশেই বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় অনেক ক্ষেত্রেই এই রাজ্য সুবিধা পাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

রাজ্যসভার প্রার্থী ঘোষণায় বড় চমক আপের, হরভজন সিং থেকে রাঘব চাড্ডা কারা থাকলেন তালিকায়রাজ্যসভার প্রার্থী ঘোষণায় বড় চমক আপের, হরভজন সিং থেকে রাঘব চাড্ডা কারা থাকলেন তালিকায়

English summary
Record sell of liquor in West Bengal during holi this year 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X