For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা সল্টলেকে! হাওড়ায় অস্ত্র মিছিল বিজেপির

রাম নবমীর মিছিল আটকানোর অভিযোগকে ঘিরে উত্তেজনা সল্টলেকে। অনুমতি থাকলেও শ্রাবণী আবাসনের কাছে মিছিল পৌঁছলে বিধাননগর উত্তর থানার পুলিশ তাদের পথ আটকায় বলে অভিযোগ বিজেপির।

  • |
Google Oneindia Bengali News

রাম নবমীর মিছিল আটকানোর অভিযোগকে ঘিরে উত্তেজনা সল্টলেকে। অনুমতি থাকলেও শ্রাবণী আবাসনের কাছে মিছিল পৌঁছলে বিধাননগর উত্তর থানার পুলিশ তাদের পথ আটকায় বলে অভিযোগ বিজেপির। বিজেপির সমর্থকরা রাস্তায় বলে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের সঙ্গে তর্ক বেধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। জানা গিয়েছে, পুলিশের সঙ্গে কথা বলার পর মিছিল ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, নিউটাউনে পুলিশ বিজেপির বাইক বাহিনীর গতি রোধ করে বলে জানা গিয়েছে।

রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা সল্টলেকে! হাওড়ায় অস্ত্র মিছিল বিজেপির

[আরও পড়ুন: রামনবমীর প্যাণ্ডেলে হামলা! বিজেপির অভিযোগ শাসকদলের দিকে][আরও পড়ুন: রামনবমীর প্যাণ্ডেলে হামলা! বিজেপির অভিযোগ শাসকদলের দিকে]

হাওড়ার বিভিন্ন জায়গায় তরোয়াল ও গদা নিয়ে মিছিল করে বিজেপি। শিবপুর ও বেলুড় থেকে বের হওয়া মিছিলে বিজেপি সমর্থকদের হাতে তরোয়াল ও গদা দেখতে পাওয়া যায়।

হুগলির চুঁচুড়ার হেমন্ত বসু কলোনিতে মিছিলকে ঘিরে হাতাহাতি হয় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে।
পুরুলিয়া শহরের একাধিক জায়গায় অস্ত্র নিয়ে মিছিল করে বজরং দল।

রামনবমী উপলক্ষে বীরভূমের কড়িধ্যা ও রামপুরহাটে মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ। প্রশাসনের ডাকে সাড়া দিয়ে কড়িধ্যায় এবার অস্ত্র মিছিল করেননি উদ্যোক্তারা।

ভাটশালা মোড়ে রামের মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের তরফে রামনবমীর উৎসবের সূচনা করেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।
পূর্ব মেদিনীপুরের তমলুকেও বিশাল মিছিল করে রামনবমী উদযাপন কমিটি।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রামনবমীর মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
নিউটাউনে মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এই মিছিলে ছিলেন কামদুনির মৌসুমী কয়াল। মানিকতলা থেকে হওয়া রামনবমীর মিছিলেও ছিলেন মুকুল রায়। সেই সময় তিনি বলেন, অযোধ্যার রামমন্দির ইস্যুতে অবস্থান স্পষ্ট করুন মমতা বন্দ্যোপাধ্যায়।

টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া, মানিকতলাতেও মিছিল করে বিজেপি। লাঠি ও পতাকা থাকলেও, সেই সব মিছিলে অস্ত্র ছিল না বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে।

কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তার মধ্যে রামনবমীর মিছিল হয়। আগে বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল অস্ত্র নিয়ে যাওয়া মিছিলে বাধা দিলে অশান্তি হবে। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, গণ্ডগোল করলে কাউকেই ছাড়া হবে না।

[আরও পড়ুন: ক্ষমতা থাকলে আটকাক! অস্ত্র হাতে আর কী বললেন বিজেপি রাজ্য সভাপতি][আরও পড়ুন: ক্ষমতা থাকলে আটকাক! অস্ত্র হাতে আর কী বললেন বিজেপি রাজ্য সভাপতি]

English summary
Ram Navami rally throughout the West Bengal tension spreads in some parts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X