For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপ্তমীর প্যান্ডেল হপিং কি মাটি করবে বর্ষা, কী বলছে হাওয়া অফিস

মহাসপ্তমীর শুরু মানেই সকাল থেকে বিভিন্ন ঘাটে নবপত্রিকা স্নানের ব্যাস্ততা। আর এবারেও সপ্তমীর সকালে, শহর থেকে জেলা , সব জায়গাতেই একই ছবি দেখা গেল। কাগজে কলমে শুরু হল বাঙালির প্রাণের উৎসব, দুর্গা পুজো।

  • |
Google Oneindia Bengali News

মহাসপ্তমীর শুরু মানেই সকাল থেকে বিভিন্ন ঘাটে নবপত্রিকা স্নানের ব্যাস্ততা। আর এবারেও সপ্তমীর সকালে, শহর থেকে জেলা , সব জায়গাতেই একই ছবি দেখা গেল। কাগজে কলমে শুরু হল বাঙালির প্রাণের উৎসব, দুর্গা পুজো। উইকেন্ডের তৃতীয়া চতু্র্থী থেকেই এবার উৎসবে গা ভাসিয়েছে আপামর বাঙালি। তবে এই আনন্দ উৎসবের মধ্যেই আশঙ্কার কালো মেঘ ছিল হাওয়া অফিসের পূর্বাভাসে।

সপ্তমীর প্যান্ডেলহপিং কি মাটি করবে বর্ষা, কী বলছে হাওয়া অফিস

তবে আলিপুর আবহাওয়া দফতর কিন্তু খুব একটা হতাশ করছে না। জানানো হয়েছএ, বর্ষা আপাতত অনেকটাই ব্যাকফুটে। বুধবার অর্থাৎ সপ্তমীর দিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। ফলে সপ্তমীতে চুটিয়ে ঠাকুর দেখা , খাওয়াদাওয়া চলতেই পারে। তবে মহাঅষ্টমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে।

মহাষ্টমী অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা পুজোর আনন্দ মাটি করে দেওয়ার মতো নয়। তবে বৃষ্টি হোক বা না হোক প্যান্ডেল হপিং থেকে পুজোর হৈহৈ তে , এই ৪ দিন বাঙালিকে রোখা কঠিন! তাই বৃষ্টিবাদল হলেও, তা মাথায় করেই যে ৪ দিন তুমুল আনন্দে মাতবে বাঙালি তা বলাই বাহুল্য।

English summary
Rain might not come in Saptami , durga puja 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X