For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতা এড়াতে উদ্যোগী রেল, সাঁতরাগাছি স্টেশনে নাকা-চেকিং

স্বাধীনতা দিবসের আগে হাওড়ার সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে ও জংশনে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যেই হাওড়া স্টেশনে আরপিএফ নাকা চেকিং চালিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসের আগে হাওড়ার সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে ও জংশনে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যেই হাওড়া স্টেশনে আরপিএফ নাকা চেকিং চালিয়েছে। এবার সেই তৎপরতা দেখা গেল দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার সাঁতরাগাছি জংশনে।মঙ্গলবার হাওড়ার সাঁতরাগাছি জংশনে নাকা চেকিং চলে।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতা এড়াতে নাকা-চেকিং রেলের

আরপিএফ অফিসার উত্তমকুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চেন্নাই এক্সপ্রেসসহ সমস্ত দুরপাল্লা ট্রেনের বগিতে নাকা চেকিং হ্য়। এছাড়াও এই জংশনের কার পার্কিংয়ের জায়গায় সমস্ত কারগুলির বোম্বস্কোয়ার্ড দিয়ে ও স্নিফার ডগ দিয়ে তল্লাশি হয়।

স্বাধীনতা দিবসের দিন যাতে রাজ্যসহ হাওড়া জেলায় কোনও নাশকতা না হয় তার জন্য জনসমাজকে আরও সচেতন হতে হবে বলে আরপিএফের তরফ থেকে বার্তাও দেওয়া হয় এদিন। আরপিএফ অফিসার উত্তমবাবু জানান, স্বাধীনতা দিবসের দিন সাঁতরাগাছি জংশনে কোনওরকম ট্যাক্সি পার্কিং করা যাবে না। সেখানে শুধুমাত্র প্রিপেড ট্যাক্সি পার্কিং করা যাবে।

English summary
Rail initiates awareness program to avoid destructive work. Rail does naka checking in Santragachi Station.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X