For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী নিখোঁজ! এবার তা হলে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে, বার্তা রাহুলের

মুখ্যমন্ত্রী নিখোঁজ! এবার তা হলে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে, বার্তা রাহুলের

Google Oneindia Bengali News

করোনা সঙ্কটের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাহুল সিনহা। তিনি বলেন, হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় চলে গেলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব হঠাৎ এই কঠিন পরিস্থিতিতে পর্দার আড়ালে কেন। যদি কোনও বিশেষ কারণ থাকে নিজেদের সরিয়ে নেওয়ার তা খোলসা করুক রাজ্য প্রশাসন।

মানুষ জানতে চায় মুখ্যমন্ত্রীর কথা

মানুষ জানতে চায় মুখ্যমন্ত্রীর কথা

রাহুল সিনহা বলেন, মুখ্যমন্ত্রী ও মুখ্যচিবের গায়েব হয়ে যাওয়ার কারণ না দর্শালে আমাদের অইন্য পথ অনুসরণ করতে হবে। কারণ মানুষ জানতে চায়, সামনের সারিতে দাঁড়িয়ে করোনা লড়াই করছিলেন, চাল ডাল বিলোচ্ছিলেন, তিনি হঠাৎ করে কোথায় চলে গেলেন। মুখ্যসচিবই বা কোথায় চলে গেলেন।

সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে

সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে

রাহুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন। তাই পর্দার আড়ালে চলে গিয়েছেন। রাজ্যের সবথেকে বরণীয় মুখ্যমন্ত্রী পদ। মুখ্যসচিবের পদও বরণীয়। অথচ এই দুই পদের অধিকারীই চলে গিয়েছেন পর্দার আড়ালে। তাঁরা কোথায় গেলেন, তাঁদের কী হল তা জানতে এবার সংবাদ মাধ্যমে নিখোঁজ বিজ্ঞাপন দিতে হবে।

রাহুলের টার্গেটে স্বরাষ্ট্র সচিবও

রাহুলের টার্গেটে স্বরাষ্ট্র সচিবও

রাহুল সিনহা টার্গেট করেছেন স্বরাষ্ট্র সচিবকেও। তিনি বলেন, মুখ্যমন্ত্রী-মুখ্যসচিব অজ্ঞাতবাসে চলে যাওয়ার পর একাই ব্যাটিং করে যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব। এবার তিনিও কবে চলে যাবেন পর্দার আড়ালে। আসলে করোনা মোকবিলায় সব দিক দিয়ে ব্যর্থ রাজ্য। তাই এখন পর্দার আড়ালে মুখ লুকোতে হচ্ছে।

রাহুল অভিযোগ করেন

রাহুল অভিযোগ করেন

মানুষ তৃণমূলের আসল রূপ জেনে গিয়েছে। করোনার আবহে প্রকাশ্যে এসেছে তৃণমূলের আসল চরিত্র। এরপরই রাহুল সিনহা তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, এই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের পর্দার আড়ালে চলে যাওয়ার পিছনে ডাল মে কুছ কালা হ্যায় বলেই মনে হচ্ছে।

আত্মপ্রচার নিয়ে কটাক্ষ

আত্মপ্রচার নিয়ে কটাক্ষ

করোনা মোকাবিলায় রাজ্য ব্যর্থ বলে ব্যাখ্যা করেন রাহুল সিনহা। কারণ এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আত্মপ্রচার করে এসেছেন। করোনা মোকাবিলায় কাজের কাজ কিছু করেননি। করোনা মোকাবিলায় মাত্র ২০০ কোটি টাকা খরচ করেছেন। তার মধ্যে আবার রয়েছে তাঁর আত্মপ্রচার। কত টাকা আত্মপ্রচারের কাজে লাগিয়েছেন, তা অবিলম্বে প্রকাশ করুন মুখ্যমন্ত্রী।

মানুষের পাশে দাঁড়াতে তিনি অধীরের থেকে পিছিয়ে! সোশ্যাল মিডিয়ায় শতাব্দীর চাঞ্চল্যকর 'স্বীকারোক্তি'মানুষের পাশে দাঁড়াতে তিনি অধীরের থেকে পিছিয়ে! সোশ্যাল মিডিয়ায় শতাব্দীর চাঞ্চল্যকর 'স্বীকারোক্তি'

English summary
BJP leader Rahul Sinha criticizes Mamata Banerjee is missing during corona situation. He threatens to give advertisement to find her,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X