রহড়া রামকৃষ্ণ মিশন থেকে উচ্চ মাধ্যমিকে অনন্য রেজাল্ট
উচ্চ মাধ্যমিকে জয়জয়কার উত্তর ২৪ পরগনার রহড়া রামকৃষ্ণ মিশনের। এবছর রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হওয়া ছাত্রের প্রাপ্ত নম্বর ৪৯৯। সেখানে রহরা রামকৃষ্ণ মিশনের মোট ৬ জন ছাত্র ৪৯৬ নম্বর পেয়েছে। তাই মেধা তালিকায় ৬ জনের নাম থানায় খুশির হাওয়া মিশনে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়েছে শুক্রবার বিকেলে। তবে এবছর সরকারি ভাবে কোনও মেধা তালিকা ঘোষিত হয়নি। যদিও উচ্চ শিক্ষা সংসদ সূত্রে বলা হয়েছে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ র মধ্যে সর্বাধিক প্রাপ্ত নম্বর ৪৯৯। পাশাপশি, ওই তালিকায় ৬ জন ছাত্রের নাম রয়েছে তালিকায়।
রহড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ মুরলীধর নন্দ জানান, 'সরকারি ভাবে মেধা তালিকা ঘোষিত না হলেও এবছর আমাদের স্কুল অসম্ভব ভালো ফল করেছে। এই স্কুলের মোট ৬ জন ছাত্র ৪৯৬ নম্বর পেয়েছে যা রেকর্ড এবছরের। অর্থাৎ মেধা তালিকা ঘোষিত না হলেও বলাই যায় স্কুলের ৬ জন ছাত্র যারা ৪৯৬ নম্বর পেল ৫০০ নম্বরের মধ্যে, তারা মেধা তালিকায় সম্ভাব্য চতুর্থ স্থান অধিকারী। এই ফলের জন্য আমাদের স্কুল গর্বিত। এর পুরো কৃতিত্ব ছাত্রদের। ছাত্ররা পরিশ্রম করেছে, শিক্ষকরা তাদের সাহায্য করেছে।'