For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা চলছে', TET পরীক্ষার আগের দিনেই বিস্ফোরক পর্ষদ

'কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটনানোর চেষ্টা করছে', টেট পরীক্ষার আগের দিন বিস্ফোরক অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদ। দীর্ঘ ছয় বছর আগামীকাল রবিবার শিক্ষক নিয়োগে টেট পরীক্ষা নেওয়া হবে। একের পর এক শিক্ষক নিয়োগ নিয়ে কেলেঙ্কার

  • |
Google Oneindia Bengali News

'কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটনানোর চেষ্টা করছে', টেট পরীক্ষার আগের দিন বিস্ফোরক অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদ। দীর্ঘ পাঁচ বছর আগামীকাল রবিবার শিক্ষক নিয়োগে টেট পরীক্ষা নেওয়া হবে। একের পর এক শিক্ষক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি সামনে এসেছে। যা নিয়ে রীতিমত অস্বস্তি বাড়িয়েছে শিক্ষা দফতরের। আর এর মধ্যেই এই টেট পরীক্ষা হবে।

আর এই পরীক্ষা আগের দিনেই বিস্ফোরক দাবি পর্ষদ সভাপতি গৌতম পালের।

 বিস্ফোরক দাবি

বিস্ফোরক দাবি

আর এহেন দাবি ঘিরেই রীতিমত শুরু হয়েছে জোর বিতর্ক। পরীক্ষার আগের দিনেই আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আর সেখানে বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটনানোর চেষ্টা করছে। নির্দিষ্ট সুত্র মারফৎ এমন খবর তাঁদের কাছে এসেছে বলেও এদিন দাবি করেন গৌতমবাবু। এমনকি এই সংক্রান্ত একাধিক এসএমএস তিনি পেয়েছেন বলেও দাবি করেছেন। কিন্ত্য এই ব্যাপারে পর্ষদ এবং প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।

হেল্প নম্বর খোলা থাকবে

হেল্প নম্বর খোলা থাকবে

শুধু তাই নয়, পরীক্ষাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়ার জন্যে প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছেন গৌতমবাবু। তবে আগাম ব্যবস্থা হিসাবে ইতিমধ্যে পর্ষদের অফিসেই কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যেখান থেকে রাজ্যের প্রত্যেকটি কেন্দ্রের উপর নজর রাখা যাবে বলে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনকি প্রশ্ন নিয়ে যাওয়া থেকে শুরু করে খোলা সবটাই ট্র্যাক করা যাবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে ডিআই এবং জেলাশাসকদেরও পরীক্ষা কেন্দ্রগুলিকে নজরে রাখার কথা বলা হয়েছে বলে খবর। এছাড়াও হেল্প নম্বর খোলা থাকবে বলে জানানো হয়েছে। হেল্পলাইন নম্বর ৬২৯২২৭৮৪৩৮

Recommended Video

‘কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে’, পরীক্ষার আগের দিন এমনই মন্তব্য পর্ষদের
 ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

অন্যদিকে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এবার ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। ১৪৬০ টি পরীক্ষা কেন্দ্রে রবিবার টেট নেওয়া হবে। তবে বাংলার মধ্যে সবথেকে বেশি পরীক্ষার্থী মুর্শিদাবাদে। তবে এবার পরীক্ষাতে বেশ কিছু নতুন ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন পর্বসদ কর্তা। তাঁর দাবি, এবারের পরীক্ষায় কোশ্চেন বুকলেট এবং ওএম আর শিট প্রার্থী বাড়ি নিয়ে যেতে পারবে যে ওই মাসে তারা মার্কিং করবেন অর্থাৎ মেইন উইনার সিট জমা নেওয়া হবে কিন্তু তার সাথে ডুপ্লিকেট ওএম আর থাকবে সেটা তারা বাড়ি নিয়ে যেতে পারবেন

English summary
Primary board chairman claims conspiracy may happen during primary tet examination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X