For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোপন অভিযানে তৃণমূলের রোগ ধরছেন পিকে! সেইসঙ্গে হয়ে উঠেছেন দলের উৎসাহদাতাও

লোকসভা ভোটে ভরাডুবির কারণ কী, জানতে চায় তৃণমূল। জানতে চায় পিকে-র দলও। সামনে বিধানসভা, তাই সমীক্ষা চালিয়ে তৃণমূলের ভোট কৌশলী পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর বুঝে উঠতে কোথায় গলদ।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটে ভরাডুবির কারণ কী, জানতে চায় তৃণমূল কংগ্রেস। জানতে চায় পিকে-র দলও। সামনে বিধানসভা ভোট, তাই সমীক্ষা চালিয়ে তৃণমূলের ভোট কৌশলী পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর বুঝে উঠতে চেষ্টা করছেন কোথায় গলদ। তাই গোপনে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ঘাঁটে গেড়েছে পিকে-বাহিনী। আর তা শুনেই জেলায় জোর তৎপরতা, নেতারা উঠে পড়ে লেগেছেন কর্মসূচিতে।

কৌশল নির্ধারণে কৌশলী

কৌশল নির্ধারণে কৌশলী

লোকসভা ভোটে আশাতীত ফলাফল না হওয়ায় তৃণমূল সূপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কৌশল নির্ধারণে কৌশলী নিয়োগ করেছেন। ২০১৪-য় মোদীর জয়ের পিছনে যাঁর ক্ষুরধার মস্তিষ্ক ছিল সেই প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিয়েছেন মমতা। আর তিনি দলের দায়িত্বে এসেই নতুন নতুন কর্মসূচির আমদানি করছেন।

‘দিদিকে বলো’তে জোর

‘দিদিকে বলো’তে জোর

তার মধ্যে অন্যতম ‘দিদিকে বলো'। যে কর্মসূচিতে বিধায়ক-নেতারা নিজের নিজের এলাকায় যাচ্ছে জনসংযোগ বাড়াচ্ছেন, এলাকার সমস্যা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাতে ফোন নম্বর, মেল আইডি দিচ্ছেন। এবং দলীয় কর্মীর বাড়িতে রাত কাটাচ্ছেন। এলাকার মানুষের কাছে পালা করে শুনছেন অভাব-অভিযোগ।

পিকে-র গোপন অভিযান

পিকে-র গোপন অভিযান

অভিযোগ, এই কর্মসূচিকে সফল করতে পিকে বিশেষ দায়িত্ব দিয়েছেন অনেককে। কোথায় গাফিলতি রয়েছে কি না, কেউ ফাঁকি মারছেন কি না, সবকিছু নখদর্পণে রাখছেন পিকে। আর যখনই কেউ শুনছেন পিকে আসছেন বা পিকের দল আসছে, সেখানে বাড়তি তাগিদ লক্ষ করা যাচ্ছে কর্মসূচি রূপায়ণে।

বাড়তি তাগিদ জোগাচ্ছেন পিকে

বাড়তি তাগিদ জোগাচ্ছেন পিকে

তেমনই পিকের দল দক্ষিণ দানাজপুর সফরে আসছেন শুনে জেলায় এখন বাড়তি তাগিদ নিয়ে ‘দিদিকে বলো' অভিযান চলছে। বালুরঘাটে এই কর্মসূচিতে সেভাবে জোয়ার আসেনি। কিন্তি পিকে আসার খবরে এখন জোর তৎপরতা। গত সপ্তাহ থেকেই পিকের টিম গোপন অভিযান চালাচ্ছে শুনে জেলায় এখন নেতাদের নাওয়া-খাওয়ার সময় নেই।

পিকে-র আলাদা রিপোর্ট

পিকে-র আলাদা রিপোর্ট

মোট কথা পিকের দল একেবারে আলাদা করে কাজ করছে, কোথায় গাফিলতি, কোথায় ফাঁকি রয়েছে, তা নিরূপণের চেষ্টা করছে। তাঁরা আলাদা করে রিপোর্ট দেবে পিকে-কে। তারপর তা নিয়ে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন তিনি। জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, নেতারা খাটছেন, কোথাও কোনও ফাঁকিবাজি নেই, গাফিলতি নেই। পিকে তাঁর মতো করে আলাদা অভিান চালাচ্ছেন, তা আমাদের জানা নেই। আমরা আমাদের মতো কাজ করছি।

English summary
Prashant Kishore starts secret campaign to remove disease of TMC. He decides to fulfill the target before Assembly Election 2021,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X