For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংকট মোকাবিলার দিশা নেই, পরিস্থিতির উন্নতি হলেই ক্রেডিট মোদীর! চতুর্বাণ পিকের

করোনার দ্বিতীয় ওয়েভে দেশ যখন সংকটের মুখে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে করোনার মোকাবিলায় চ্যালেঞ্জ নিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। মোদীর সেই বার্তাকে কটাক্ষ করলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

Google Oneindia Bengali News

করোনার দ্বিতীয় ওয়েভে দেশ যখন সংকটের মুখে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে করোনার মোকাবিলায় চ্যালেঞ্জ নিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। মোদীর সেই বার্তাকে কটাক্ষ করলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। মোদী সরকারের সংকট মোকাবিলাকে তিনি চতুর্বাণে বিদ্ধ করেছেন মঙ্গলবার।

প্রধানমন্ত্রীর ভাষণে দূরদৃষ্টতার অভাব, প্রশান্ত বাণ-১

প্রধানমন্ত্রীর ভাষণে দূরদৃষ্টতার অভাব, প্রশান্ত বাণ-১

প্রশান্ত কিশোর টুইট করে এদিন নরেন্দ্র মোদীর জাতির ভাষণকে কটাক্ষ করেন। তিনি বলেন, করোনা সঙ্কট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভাষণে দূরদৃষ্টতার অভাব লক্ষ্যণীয়। তিনি সমস্যাকে এড়িয়ে গিয়েছেন। জাতির উদ্দেশ্য তাঁর বার্তায় বোঝাপড়ার অভাব খুব বেশি করে ধরা পড়েছে।

অনেক অস্পষ্টতা প্রধানমন্ত্রীর ভাষণে, প্রশান্ত বাণ-২

অনেক অস্পষ্টতা প্রধানমন্ত্রীর ভাষণে, প্রশান্ত বাণ-২

করোনার সেকেন্ড ওয়েভ দেশের বুকে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর মুখ থেকে আরও ভরসার কথা শুনতে চেয়েছিলেন দেশবাসী। তার জায়গায় প্রধানমন্ত্রী এমনই বার্তা দিলেন যেন, করোনা হঠাৎ করেই নিয়ন্ত্রণে চলে আসবে। তাঁর কথায় অনেক অস্পষ্টতা রয়ে গিয়েছে।

মস্যার ভার অন্যের উপর, প্রশান্ত বাণ-৩

মস্যার ভার অন্যের উপর, প্রশান্ত বাণ-৩

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে প্রশান্ত কিশোর টুইটারে লেখেন, যখনই দেশ সমস্যায় থাকে তখন সেই সমস্যার ভার অন্যের উপর চাপিয়ে দিতেই সিদ্ধহস্ত থাকেন প্রধানমন্ত্রী মোদী। এদিন তাঁর ভাষণেও তেমনই সুর শোনা গিয়েছে। তিনি এই সমস্যা সমাধানের কোনও রাস্তা দেখাতে পারেননি জাতির উদ্দেশ্যে ভাষণে।

ক্রেডিট নেওয়ার প্রবণতা, প্রশান্ত বাণ-৪

ক্রেডিট নেওয়ার প্রবণতা, প্রশান্ত বাণ-৪

প্রধানমন্ত্রী সমালোচনায় তৃণমূলের ভোটকৌশলী আরও জোরদার আক্রমণ শানিয়েছেন। প্রশান্ত কিশোর টুইট বার্তায় বলেন, পরিস্থিতি উন্নতি হলে ক্রেডিট নেওয়ার প্রবণতা রয়েছে তাঁর। আর পরিস্থিতির উন্নতি হলে তাঁর অনুগামীরা নেমে পড়েন প্রধানমন্ত্রীকে সমস্ত ক্রেডিট দিতে।

English summary
Prashant Kishor takes on Narendra Modi after central Government handling of crisis of Corona.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X