For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর আগে কি তবে তৃণমূলে ঘাঁটি গাড়ছেন পিকে! রাজ্যসভা ভোটের আগে জল্পনা

২০২১-এর নির্বাচনে ভোট কৌশলী হিসেবে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তিনি আগেই নিয়েছিলেন। এখন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে প্রশান্ত কিশোর তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যেতে পারেন।

Google Oneindia Bengali News

২০২১-এর নির্বাচনে ভোট কৌশলী হিসেবে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তিনি আগেই নিয়েছিলেন। এখন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে প্রশান্ত কিশোর তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যেতে পারেন। তবে কি তৃণমূল কংগ্রেসে তাঁর যোগদান স্রেফ সময়ের অপেক্ষা! উল্লেখ্য, জেডিইউ থেকে বহিষ্কৃত হওয়ার পরই রটে গিয়েছিল পিকে যোগ দিচ্ছেন তৃণমূলে!

তৃণমূলে যোগ দিতে পারেন কিশোর, ফের জল্পনা

তৃণমূলে যোগ দিতে পারেন কিশোর, ফের জল্পনা

প্রশান্ত কিশোরকে রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল, এমন সম্ভাবনা তৈরি হতেই তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেওয়া নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছে। জেডিইউ থেকে তিনি এখন বহিষ্কৃত। পশ্চিমবঙ্গের শাসক দলের হয়ে ভোট কৌশল নিরূপণের দায়িত্বে রয়েছেন এখন তিনি। এরই ফাঁকে আরও আত্মিক যোগাযোগ তৈরি করতে তাঁকে দলে নেওয়ার ভাবনা শুরু।

পিকের যোগদান নিয়ে শীর্ষ নেতৃত্ব স্পিকটি নট

পিকের যোগদান নিয়ে শীর্ষ নেতৃত্ব স্পিকটি নট

প্রশান্ত কিশোরকে রাজ্যসভায় পাঠানো বা তাঁর দলে যোগদান নিয়ে অবশ্য শীর্ষ নেতৃত্ব স্পিকটি নট। তবে কিছু তৃণমূল নেতা অবশ্য বলছেন, প্রশান্ত কিশোর টিএমসিতে যোগ দিতে চাইলে স্বাগত। তৃণমূল তাঁকে উন্মুক্ত হস্তে স্বাগত জানাতে প্রস্তুত। একুশের আগে পিকে তৃণমূলে এলে তৃণমূলের সুবিধা হবে বলেই মনে করছে।

পার্থর বয়ানে পিকের ভবিষ্যৎ জল্পনা

পার্থর বয়ানে পিকের ভবিষ্যৎ জল্পনা

পার্থ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে জানান, কিশোর দলে যোগ দেবেন কি না সে বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। আমি এটুকু বলকে পারি, একজন নির্বাচনী কৌশলবিদ হিসাবে প্রশান্ত কিশোর দুর্দান্ত কাজ করছেন। এখন তিনি দলে যোগ দেবেন কি না, সেটা তাঁর ও দলের শীর্ষ নেতৃত্বের ব্যাপার।

প্রশান্ত কিশোরকে জেডিইউ থেকে বহিষ্কারের পর

প্রশান্ত কিশোরকে জেডিইউ থেকে বহিষ্কারের পর

উল্লেখ্, সিএএ বিরোধী অবস্থান নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তীব্র বাকযুদ্ধের পরে প্রশান্ত কিশোরকে জেডিইউ থেকে বহিষ্কার করা হয়েছিল। দিল্লির নির্বাচনে বিজেপির সঙ্গে জোটও গড়া নিয়েও প্রশান্ত কিশোরের সঙ্গে মতবিরোধ হয়েছিল। দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারকে পরামর্শ দিতে ছাড়েননি। এখন তাঁর রাজনৈতিক অবস্থান কোনদিকে যায়, তা-ই দেখার।

English summary
Prashant Kishor is in speculation about his joining in TMC before 2021. Prashant Kishor can get ticket of Rajya Sabha in TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X