For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ব্লক সভাপতিরা তটস্থ রয়েছেন, যে কোনও মূহূর্তে এসে যাবে প্রশান্ত কিশোরের ফোন

লোকসভা ভোটে বিপর্যয়ের পর রাজনৈতির প্রকৌশলী প্রশান্ত কিশোরকে কৌশল তৈরির কাজে নিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ‘দিদিকে বলো’ অভিযান শুরু করা হয়েছে রাজ্যজুড়ে।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটে বিপর্যয়ের পর রাজনৈতিক প্রকৌশলী প্রশান্ত কিশোরকে কৌশল তৈরির কাজে নিযুক্ত করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই 'দিদিকে বলো' অভিযান শুরু করা হয়েছে রাজ্যজুড়ে। জনসংযোগকে অন্য মাত্রায় নিয়ে যেতে এই প্রচারাভিযানের ফাঁকেই ব্লকে ব্লকে আসছে প্রশান্ত কিশোরের ফোন। কেমন চলছে 'দিদিকে বলো' কর্মসূচি, জানতে চাইছেন তিনি।

নিজে হাতে গুরুদায়িত্ব পালন

নিজে হাতে গুরুদায়িত্ব পালন

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গুরু দায়িত্ব দিয়েছেন প্রশান্ত কিশোরকে। ২০২১-এর আগে তৃণমূলকে ফের পূর্বের জায়গায় ফিরিয়ে দিতে তিনি একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত করছেন। তবে সেখানেই থেমে থাকছেন না তিনি। নব রূপায়িত পরিকল্পনাগুলি কতটা ফলপ্রসূ হচ্ছে কিংবা তা আদৌ প্রয়োগ করা হচ্ছে কি না, নিজে থেকেই তিনি খতিয়ে দেখছেন।

প্রশান্তের ফোন ব্লক সভাপতিদের

প্রশান্তের ফোন ব্লক সভাপতিদের

জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি পর্যন্ত তিনি নিজে ফোন করছেন। জানতে চাইছেন কর্মসূচি কেমন চলছে, কেমন অবস্থা সংগঠনের। কোথায় কেন ফাঁক রয়ে যাচ্ছে। সেগুলি পূরণে কী কী ব্যবস্থা তাও বাতলে দিচ্ছেন তিনি। কখনও তিনি নিজে, কখনও তার অফিস থেকে ফোন যাচ্ছে ব্লক সভাপতিদের ফোনে। ফলে তটস্থ তাঁরাও।

জঙ্গলমহল প্রশান্তর বিশেষ নজরে

জঙ্গলমহল প্রশান্তর বিশেষ নজরে

বিশেষ কলরে জঙ্গলমহলের সংগঠন নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন। জঙ্গলমহলের একাধিক ব্লক সভাপতির কাছে ফোন গিয়েছে প্রশান্ত কিশোরের। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে সংগঠনের পরিস্থিতি কী রকম, কাজ করতে কোনও সমস্যা হচ্ছে কি না, হলে কেমন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। ‘দিদিকে বলো' কর্মসূচিকে সফল রূপায়ণ করার নির্দেশ দিচ্ছেন এবং সেই সংক্রান্ত ছবি সোশাল মিডিয়ায় আপলোড করে প্রচারকে জোরদার করার পরামর্শ দিচ্ছেন তিনি।

নীচুতলার ফাঁকিবাজি রদে

নীচুতলার ফাঁকিবাজি রদে

মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে অভিযোগ করেছিলেন, দলের নীচুতলার নেতা-কর্মীর মধ্যে কিছু ফাঁকিবাজি রয়েছে। সেই কারণেই উন্নয়নমূলক কাজ করেও সুফল তোলা যায়নি। কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে। সেই গ্যাপটাই এবার পূরণ করতে চাইছেন প্রশান্ত। তিনি নিজে উদ্যোগী হয়েছেন নীচুতলার কর্মীদের ফাঁকিবাজি ধরে দলকে নির্দিষ্টি লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে।

English summary
Prashant Kishor does phone to Block president of TMC about Didike bolo campaign. He gives order to fulfill gap in organization
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X