For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের সুপারিশে জেডিইউয়ে যোগ প্রশান্ত কিশোরের! নীতীশকে মিথ্যাবাদী কটাক্ষ

বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার দাবি করেছিলেন প্রশান্ত কিশোরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুপারিশে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার দাবি করেছিলেন প্রশান্ত কিশোরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুপারিশে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর এই কথাকে ডাহা মিথ্যা বলে বর্ণনা করলেন জনতা দল ইউনাইটেডের সহ-সভাপতি তথা ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি তাঁর সভাপতিকে সাফ জানান, 'মিথ্যা' বলছেন তিনি।

নীতীশের বিবৃতি

নীতীশের বিবৃতি

মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রশান্ত কিশোরের নাম না করেই একটি বিবৃতি দেন। টুইটে তিনি লেখেন, 'কেউ চিঠি লিখেছিল আমি তার জবাব দিয়েছি। কেউ টুইট করেছেন, তাঁকে টুইট করা যাক। আমি আর কী করতে পারি! কেউ চাইলে দলে থাকতে পারেন। আবার চাইলে যেতে পারেন!

প্রশান্তকে তোপ নীতীশের

প্রশান্তকে তোপ নীতীশের

এ প্রসঙ্গেই জেডিইউ প্রধান উল্লেখ করেন, তিনি কি জানেন কীভাবে তিনি দলে যোগ দিয়েছিলেন? অমিত শাহ আমাকে তাঁকে অন্তর্ভুক্ত করতে বলেছিলেন। তাই তাঁকে দলে নেওয়া হয়েছিল। এবং জেডিইউ সহ সভাপতির পদ দেওয়া হয়েছিল। অথচ সেই তিনিই অমিত শাহকে কটাক্ষ করছেন। তাঁর ইভিএমে ভোটদানের বিবৃতি নিয়ে খোঁচা দিয়েছেন।

টুইটে জবাব প্রশান্তর

এরপরই নীতীশ কুমারকে লক্ষ্য করে প্রশান্ত কিশোর টুইট করেন- 'আপনি কেন আমার জেডিইউতে যোগ দেওয়া নিয়ে মিথ্যা কথা প্রচার করছেন। সত্যি কথা বললে আপনার কী ক্ষতি হবে! আমার জেডিইউতে যোগদান নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন কেন অযথা!

প্রশান্ত তোপে নীতীশ

প্রশান্ত তোপে নীতীশ

প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনি যদি সত্য কথাও বলে থাকেন তবে কে আর বিশ্বাস করবে যে, আপনি অমিত শাহ দ্বারা প্রস্তাবিত কোনও কথা বলছেন না! নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ ইস্যুতে একাধিকবার প্রশান্ত কিশোরের সঙ্গে মতবিরোধ হয়েছে।

নীতীশকে নিশানায়

নীতীশকে নিশানায়

এদিন নীতীশ কুমারকে জবাব দিয়ে প্রশান্ত কিশোর আরও বলেন, নীতীশজির আমি আপনার কথার উত্তর দিতে অবশ্যই বিহারে আসব। আপনি প্রস্তুত থাকুন। উল্লেখ্য, নীতীশ কুমার জেডিইউয়ের সহসভাপতি প্রশান্ত কিশোরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন তাঁর টুইটের পর। প্রশান্ত কিশোর টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইভিএম মন্তব্যের সমালোচনা করেছিলেন।

English summary
Prashant Kishor criticizes Nitish Kumar says lie about his joining in JDU. Nitish Kumar's claim that he was inducted in JDU by recommendation of Union Home Minister Amit Shah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X