For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটমানি পোস্টারে এবার নচিকেতার গান! পুরপ্রধান বললেন বিজেপির চক্রান্ত

কাটমানি নিয়ে পোস্টারে এবার শিল্পী নচিকেতা চক্রবর্তীর গান। সূত্রের খবর অনুযায়ী, পোস্টার পড়েছে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায়।

  • |
Google Oneindia Bengali News

কাটমানি নিয়ে পোস্টারে এবার শিল্পী নচিকেতা চক্রবর্তীর গান। সূত্রের খবর অনুযায়ী, পোস্টার পড়েছে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায়। যদি পুরপ্রধান উত্তম দাসের দাবি তাঁর বাড়ি সংলগ্ন এলাকায় কোনও পোস্টার পড়েনি। পুরো ঘটনার পিছনে বিজেপি রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

কাটমানি পোস্টারে এবার নচিকেতার গান! পুরপ্রধান বললেন বিজেপির চক্রান্ত

প্রতিদিনই কাটমানি নিয়ে কোথাও না কোথাও পোস্টার পড়ছে কিংবা আন্দোলন হচ্ছে। বৃহস্পতিবারের ঘটনা ব্যারাকপুর এলাকায়। দিন কয়েক ধরে সেখানকার বিভিন্ন কাউন্সিলরের এলাকায় কাটমানি নিয়ে পোস্টার পড়তে দেখা গিয়েছে। পোস্টার পড়েছে পুরপ্রধাননের বিরুদ্ধেও। এদিনও ব্যতিক্রম হয়নি।

সূত্রের খবর অনুযায়ী, এদিন ব্যারাকপুর পুরসভায় এলাকায় অন্য কাউন্সিলরদের মতো পুরপ্রধানের বাড়ির আশপাশে কাটমানি নিয়ে পোস্টার পড়ে। সেখানে নচিকেতা চক্রবর্তীর কাটমানি নিয়ে গানের কয়েকটি লাইন ব্যবহার করা হয়। যদিও পুরপ্রধানের দাবি তাঁর বাড়ি সংলগ্ন এলাকায় কোনও পোস্টার পড়েনি। তাঁর অভিযোগ বিজেপি চক্রান্ত করেই এসব করছে। তবে এতে তাঁরা ভয় পান না বলেই জানিয়েছেন।

[আরও পড়ুন: ফোনে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর! তৃণমূল জেলা নেতৃত্ব ক্ষমা চাইল নিগৃহীত অধ্যাপকের কাছে ][আরও পড়ুন: ফোনে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর! তৃণমূল জেলা নেতৃত্ব ক্ষমা চাইল নিগৃহীত অধ্যাপকের কাছে ]

দলের নেতাদের কাছে কাটমানি ফেরতে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ উত্তাল হয়ে ওঠে সারা রাজ্য। কোথাও নেতাদের বাড়ির সামনে ধর্না, কোথাও মারধর গণ্ডগোল। যার জেরে কোনও কোনও জায়গায় অভিযুক্ত পদাধিকারীরা কাটমানি ফেরত দেন। আর অনেক জায়গাতেই লিখিতভাবে কাটমানি নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন নেতারা। যদিও তৃণমূলের তরফে অভিযোগ বিজেপি ভয় দেখিয়ে এইসব কাজ করতে বাধ্য করছে।

[আরও পড়ুন: পুরসভার চেয়ারম্যানের পদ থেকে অপসারিত অভিষেক ঘনিষ্ঠ নেতা! নতুন সমীকরণ নিয়ে জল্পনা][আরও পড়ুন: পুরসভার চেয়ারম্যানের পদ থেকে অপসারিত অভিষেক ঘনিষ্ঠ নেতা! নতুন সমীকরণ নিয়ে জল্পনা]

English summary
Poster against Cut money uses Nachiketa Chakraborty's song in Barrackpur. Chairman of the Municipalitysays conspiracy by the BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X