For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ভোট-হিংসা ঘিরে উত্তপ্ত বর্ধমান থেকে শিলিগুড়ি ! মারধরের সঙ্গে টাকা-গয়না লুঠের অভিযোগ

চতুর্থ দফায় ভোট চলার সময় হিংসার ঘচনার পাশাপাশি ভোট মিটতেও বাংলার বিভিন্ন জায়গায় একই মেজাজে চলল মারধর, ভাঙচুর।

  • |
Google Oneindia Bengali News

চতুর্থ দফায় ভোট চলার সময় হিংসার ঘচনার পাশাপাশি ভোট মিটতেও বাংলার বিভিন্ন জায়গায় একই মেজাজে চলল মারধর, ভাঙচুর। ভোট মিটতেই বর্ধমানের নারীগ্রামে শুরু হয় উত্তেজনা । অন্যদিকে, শিলিগুড়িতেও একই ছবি ধরা পড়েছে।

 বর্ধমানে যা ঘটেছে

বর্ধমানে যা ঘটেছে

বর্ধমানে ভোট পর্ব মিটতেই নারীগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ ঘিরে ধুমন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার সূত্রপাত একটি ক্লাবঘরে হমলাকে ঘিরে শুরু হয়।

শিলিগুড়িতে হামলার বিজেপি কর্মীর উপর

শিলিগুড়িতে গতকাল বিজেপি কর্মীর বাড়িতে কয়েক জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ঢুকে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। সেখানে বিজেপি সমর্থক উত্তম মণ্ডলের বাড়ি ভাঙচুর, টাকা লুঠ, সোনার গয়না চুরি থেকে হোটেলে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। তবে তৃণমূল এসম্পর্কে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

 চতুর্থদফার ভোট পরিস্থিতি

চতুর্থদফার ভোট পরিস্থিতি


চতুর্থ দফায় ভোট ঘিরে বিভিন্ন সময়ে হিংসার ছবি প্রকাশ্যে এসেছে ২৯ এপ্রিল। বীরভূমের নানুর থেকে দুবরাজপুর বিভিন্ন সময়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে। ভোট মিটলেও অশান্তির আঁচ ছেড়ে যাচ্ছে না এরাজ্যের কয়েকটি এলাকাকে।

English summary
Post poll violence grabs West Bengal,several clashes are going between TMC and BJP .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X