For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাহিনীর দাবি! বুথ ছেড়ে বেরিয়ে গেলেন পোলিং অফিসার

কেন্দ্রীয় বাহিনীর দাবি। সেই দাবি নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে ভোট শুরুর আগে ঝামেলা হয় নদিয়ার চাপড়ার দইয়ের বাজার বিদ্যামন্দিরেরএকটি বুথের সেকেন্ড পোলিং অফিসারের।

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বাহিনীর দাবি। সেই দাবি নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে ভোট শুরুর আগে ঝামেলা হয় নদিয়ার চাপড়ার দইয়ের বাজার বিদ্যামন্দিরের একটি বুথের সেকেন্ড পোলিং অফিসারের। এরপর তিনি ভোট কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান। তিনি বলেন, রবিবার বিকেল থেকে সেখানে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি করা হয়েছিল। কিন্তু তা পাওয়া যায়নি।

কেন্দ্রীয় বাহিনীর দাবি! বুথ ছেড়ে বেরিয়ে গেলেন পোলিং অফিসার

নদিয়ার চাপড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দইয়ের বাজার বিদ্যামন্দিরে বুথের সংখ্যা ৫। নির্বাচনী কর্মীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ভোটের সরঞ্জাম নিয়ে রওনা হওয়ার আগে সেক্টর অফিসার তাঁদের আশ্বস্ত করে বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে। কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছনোর পর তাঁরা দেখেন, রাজ্যের পুলিশ পাঠানো। হয়েছে। তখন তাঁরা আবার সেক্টর অফিসারকে ফোন করেন। তখন নাকি তাঁদের জানানো হয়, ওই পাঁচটি বুথের জন্য রাজ্য পুলিশ বরাদ্দ করা হয়েছে। এরপরেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত নেন পাঁচটি বুথের কর্মীরা।

[আরও পড়ুন:সকালেই বুথে বুথে অভিযোগ! নিজে গিয়ে বহরমপুরে শহরে এজেন্ট বসালেন অধীর][আরও পড়ুন:সকালেই বুথে বুথে অভিযোগ! নিজে গিয়ে বহরমপুরে শহরে এজেন্ট বসালেন অধীর]

সোমবার সকালে একটি বুথের প্রিসাইডিং অফিসার বলেন তিনি ভোট শুরু করতে চান। প্রতিবাদ করেন সেকেন্ড পোলিং অফিসার। প্রিসাইডিং অফিসার ও সেকেন্ড পোলিং অফিসারের তর্কাতর্কি হয়। এরপর বুথ ছেড়ে বেরিয়ে যান সেকেন্ড পোলিং অফিসার।

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট বয়কট গ্রামবাসীদের! জেমুয়ার তৃণমূলের সঙ্গে ঝামেলা বিজেপি-সিপিএম-এর][আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট বয়কট গ্রামবাসীদের! জেমুয়ার তৃণমূলের সঙ্গে ঝামেলা বিজেপি-সিপিএম-এর]

[আরও পড়ুন:পুলিশ বলছে লোক ঢুকেছে পাঁচিল পেরিয়ে! সকাল থেকে বিক্ষিপ্ত গণ্ডগোল বহরমপুরে][আরও পড়ুন:পুলিশ বলছে লোক ঢুকেছে পাঁচিল পেরিয়ে! সকাল থেকে বিক্ষিপ্ত গণ্ডগোল বহরমপুরে]

English summary
Polling officer left the booth in Nadia's Chapra on demand of central force
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X