For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত কবি শঙ্খ ঘোষ, করোনার দ্বিতীয় ঢেউয়ে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ

প্রয়াত কবি শঙ্খ ঘোষ (shankha ghosh)। বেলা এগারোটা দশ নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। ১৪ এপ্রিল তাঁর করোনা (coronavirus) পজিটিভ রিপোর্ট আসে। যদিও বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

  • |
Google Oneindia Bengali News

প্রয়াত কবি শঙ্খ ঘোষ (shankha ghosh)। বেলা এগারোটা দশ নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। ১৪ এপ্রিল তাঁর করোনা (coronavirus) পজিটিভ রিপোর্ট আসে। যদিও বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ

১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ

১২ এপ্রিল থেকে অসুস্থ হয়ে পড়েন শঙ্খ ঘোষ। ১৪ এপ্রিল করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি। তাই বাড়িতেই চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছিল। বাড়িতে আইসিইউ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল বলে জানিয়েছেন, ব্যক্তিগত চিকিৎসক। মঙ্গলবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে বলে জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত চিকিৎসক। পরে বুধবার সকালে মৃত্যু।

বাড়িতে সবাই করোনা আক্রান্ত

বাড়িতে সবাই করোনা আক্রান্ত

শুধু শঙ্খ ঘোষই নন, তাঁর স্ত্রী, মেয়ে সেমন্তী ঘোষ এবং জামাইও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত সবাই হোম আইসোলেশনে রয়েছেন। করোনা বিধি মেনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

ভোটের প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি শঙ্খ ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

ছিল বার্ধক্যজনিত অসুবিধাও

ছিল বার্ধক্যজনিত অসুবিধাও

বার্ধক্যজনিত সমস্যাও ছিল তাঁর। করোনা পরিস্থিতিতে গতবছরেই তাঁকে হাসপাতালেও ভর্তি করাতে হয়েছিল। তবে এবার করোনা আক্রান্ত হওয়ার পরে আর হাসপাতালে ভর্তি হতে চাননি। দিন কয়েক আগে তাঁর পেটের সমস্যা দেখা দেয়। সঙ্গে জ্বর থাকায় চিকিৎসকের পরামর্শেই করোনা পরীক্ষা করানো হয়।

১৯৩২-এর ৬ ফেব্রুয়ারি বর্তমানে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্মাতক হন তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। ১৯৯২ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর নেন। এছাড়াও তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ২০১১ সালে পদ্মভূষণ, ২০১৬-তে পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার। সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বেই হোক কিংবা সিএএ-রএ বিরোধিতা গর্জে উঠতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ।

বিজেপি ও মোদীকে সুবিধা করে দেওয়াই উদ্দেশ্য কমিশনের, ভোটের দফা না কমানো নিয়ে বিস্ফোরক মমতাবিজেপি ও মোদীকে সুবিধা করে দেওয়াই উদ্দেশ্য কমিশনের, ভোটের দফা না কমানো নিয়ে বিস্ফোরক মমতা

English summary
Poet Shankha Ghosh breathed his last at home in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X