For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরাণ, মহাকাব্যের অপমান! এবার দিদির অহংকার ভাঙবে, আক্রমণ নরেন্দ্র মোদীর

এবার দিদির অহংকার ভেঙে যাবে। বিজেপির বিপুল জনসমাগম দেখে দিদি চিন্তা করতে করতে ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

Google Oneindia Bengali News

এবার দিদির অহংকার ভেঙে যাবে। বিজেপির বিপুল জনসমাগম দেখে দিদি চিন্তা করতে করতে ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তাতে দিদিকে ১০টির বেশি আসন পেতে দেবেন না। বলেছেন নরেন্দ্র মোদী।

'পশ্চিমবঙ্গ থেকে দিদির বিদায় নিশ্চিত'

ঝাড়গ্রামের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ থেকে মমতা দিদির বিদায় নিশ্চিত। বিজেপির বিপুল জনসমাগম দেখে দিদি চিন্তা করতে করতে ভারসাম্য হারিয়ে ফেলেছেন
বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

'পশ্চিমবঙ্গে পরিবর্তনের ইঙ্গিত'

প্রধানমন্ত্রী মোদী বলেন, রাজ্যে ব্যাপক হিংসা সত্ত্বেও সাধারণ মানুষ নিজের ভোট দিতে যাচ্ছেন। এটাই পশ্চিমবঙ্গে পরিবর্তনের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অভিযোগ বাংলায় গণতন্ত্র নেই। এজেন্ট ও গুণ্ডাদের দিয়ে রাজ্যে গুণ্ডাগিরি চলছে বলেও অভিযোগ করেছেন মোদী।

গরিবদের ঘৃণা কিনা প্রশ্ন মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, দিদি রাজ্যের গরিব মানুষদের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে দূরে সরিয়ে রেখেছেন। তাঁর প্রশ্ন আপনি কি গরিবদের ঘৃণা করেন।

[আরও পড়ুন:দেশবাসী গর্বিত হলেও, মমতার কথা নেই! কটাক্ষ মোদীর][আরও পড়ুন:দেশবাসী গর্বিত হলেও, মমতার কথা নেই! কটাক্ষ মোদীর]

'ভগবান রাম শিরায় শিরায়'

ঝাড়গ্রামের সভায় মোদী বলেন, ভগবান রাম তাদের অনুপ্রেরণা। তাঁর অভিযোগ, পুরাণ, মহাকাব্যের অপমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভগবান রাম, শিরায় শিরায় আছেন, সংস্কারে আছেন বলে মন্তব্য করেছেন মোদী।

[আরও পড়ুন:বিজেপির মাস্টারস্ট্রোক ভোটের আগেই, দিল্লিতে আপের আরও এক বিধায়ক দল ছাড়লেন ][আরও পড়ুন:বিজেপির মাস্টারস্ট্রোক ভোটের আগেই, দিল্লিতে আপের আরও এক বিধায়ক দল ছাড়লেন ]

English summary
PM Modi attacks Mamata Banerjee from his Jhargram meeting on lord Ram. He said, they inspired in thename of Ram.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X