For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিকিৎসক নেই! রোগীর পরিবারের বিক্ষোভের মুখে বামেদের ঘাড়ে দোষ চাপালেন মন্ত্রী

বিক্ষোভের মুখে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি মালদহ মেডিক্যাল কলেজ পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময় কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়।

  • |
Google Oneindia Bengali News

বিক্ষোভের মুখে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি মালদহ মেডিক্যাল কলেজ পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময় কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান রোগী এবং রোগীর পরিবারের আত্মীয়রা।

চিকিৎসক নেই! রোগীর পরিবারের বিক্ষোভের মুখে বামেদের ঘাড়ে দোষ চাপালেন মন্ত্রী

নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে হাসপাতাল ছাড়েন মন্ত্রী। মন্ত্রী হাসপাতাল ছাড়ার পর রোগী ও পরিবারের ক্ষোভ প্রশমণের চেষ্টা করেন জেলাশাসক।

রুটিন ভিজিটে মালদহ মেডিক্যাল কলেজে গিয়েছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বেরনোর সময় বিক্ষোভের মুখে পড়েন তিনি। রোগী ও রোগীর পরিবারের তরফে নানা অভিযোগ করা হলেও তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি। রোগী ও রোগীর পরিবারের অভিযোগ ছিল চিকিৎসকদের অনুপস্থিতি এবং একই বেডে বহু সংখ্যক রোগী থাকা নিয়ে। সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট কোনও অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। চিকিৎসক কমের জন্য পূর্বতন বাম সরকারকে দায়ী করেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন আগামী বছর থেকে আরও পাঁচটি মেডিক্যাল কলেজে পঠনপাঠন শুরু করা হবে।

English summary
Patient and their relatives staged protest in front of Health Minister Chandrima Bhattacharya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X