পটশিল্পকে তুলে ধরতে উদ্যোগ বেসরকারি্ সংস্থার
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়া গ্রামের পটচিত্র, পটুয়াদের জীবন যাপন, পটের গ্রামের ছবি তুলে বিভিন্ন সোশাল মিডিয়া ও ওয়েব সাইটে দিয়ে এই গ্রামের পটশিল্পকে তুলে ধরতে উদ্যোগ নিয়ে এই গ্রামে দুই দিনের ফটোগ্রাফি ওয়ার্কশপের আয়োজন করল একটি বেসরকারি সংস্থা।

কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ নামে এই সংস্থার সদস্যরা সৌরভ মুখোপাধ্যায় জানিয়েছেন তারা এই গ্রাম নিয়ে মানুষের মনে উৎপাত জাগানোর চেষ্টা করছেন। যাতে করে এই সব ছবি দেখে এই গ্রাম ঘিরে কালচারাল ট্যুরিজম বাড়ানো যায়।
শনিবার থেকে শুরু হয়েছে এই ওয়ার্কশপ। তাতে অংশ নিতে হাজির হয়েছে কুড়ি জন। তারা দুদিন এই গ্রামে থেকে পট শিল্পী, কি করে পট চিত্র আঁকা হয়, তাদের জীবন যাপন কেমন তার পাশাপাশি এই গ্রামের ছবি তুলবেন।
সৌরভ মুখোপাধ্যায় জানিয়েছেন যে তারা এই সব ছবির মধ্যে সেরা কিছু ছবি বেছে নিয়ে একটি একজিবিশন করবেন। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে তিন দিনের এই একজিবিশন হবে। তা চলবে ১৫ থেকে ১৭ জানুয়ারি।