For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুলের শপথ নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তাল ঠুকছে রাজ্য, পার্থ-রাজ্যপাল বৈঠকেও কাটল না জট

বাবুলের শপথ নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তাল ঠুকছে রাজ্য, পার্থ-রাজ্যপাল বৈঠকেও কাটল না জট

Google Oneindia Bengali News

বাবুলের শপথ গ্রহণকে কেন্দ্র করে টানাপোড়েন অব্যাহতই রয়েছে। রাজ্যপাল বা রাজ্য কেউ একচুলও সরেননি। রাজ্যপালকে সহানুভূতির সঙ্গে বিবেচনার আর্জিই সার। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও কাটল না জট। এখনও যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে বাবুলের শপথ গ্রহণ অনুষ্ঠান।

বাবুলের শপথ নিয়ে রাজ্যপালের বিরদ্ধে তাল ঠুকছে রাজ্য, পার্থ-রাজ্যপাল বৈঠকেও কাটল না জট

মঙ্গলবার বাবুল সুপ্রিয় শপথ গ্রহণ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। নিস্ফলা বৈঠকের পর রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডেপুটি স্পিকার প্রস্তাব ফেরালেই রাজ্যপালকে নতুন করে চিঠি লেখা হবে। রাজ্যপালকে অনুরোধ করা হবে বিষয়টি আরও একবার সহানুভূতির সঙ্গে বিবেচনার করার জন্য।

বালিগঞ্জ থেকে সদ্য নির্বাচিত বাবুল সুপ্রিয়ও তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজ্যপালকে আর্জি জানিয়েছেন সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে। বালিগঞ্জ বিধানসভার ফল ঘোষণার পর দু-সপ্তাহ কেটে গিয়েছে। এখনও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি বাবুল সুপ্রিয়। রাজ্যপাল টালবাহানার পর অনুমতি দিলেও তা আটকে রয়েছে নয়া বিতর্কে। রাজ্যপালন স্পিকারের পরিবর্তে ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের দায়িত্ব দেওয়াতেই জট পাকিয়েছে বিষয়টি।

রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের দায়িত্ব দেওয়ার পর বাবুলের শপথ গ্রহণকে গিরে আসরে নামেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, পার্থবাবু একবার রাজ্যপালের সঙ্গে সরাসরি কথা বলবেন। সেইমতো পার্থ চট্টোপাধ্যায় এদি সরাসরি রাজ্যপালকে সহানুভূতির সঙ্গে বিবেচনার আর্জি জানান রাজ্যপালকে।

কিন্তু রাজ্যপাল তাঁর সিদ্ধান্ত অনড় থেকেছেন। সোমবার বাবুল সুপ্রিয়র চিঠির পরে তিনি যা বলেছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও তিনি একই কথা বলেছেন। বলেছেন, ভারতের সংবিধান মোতাবেক আমার ক্ষমতার সীমা লঙ্ঘন না করেই আমি ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের দায়িত্ব দিয়েছি। তাঁর কাছ থেকেই ১৬১ নম্বর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বাবুল সুপ্রিয় শপথগ্রহণ করবেন।

এদিক এদিন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এখনও রাজভবন থেকে কোনও চিঠি পাইনি। চিঠি পেলেই তিনি তা প্রত্যাখ্যান করবেন। পরিষদীয় দফতর সূত্রে খবর, ডেপুটি স্পিকার প্রস্তাব ফেরালেই তাঁরা চিঠি লিখবেন রাজ্যপালকে। রাজ্য ও রাজ্যপাল সংঘাত এক্ষেত্রেও চরমে উঠতে চলেছে।

পাট শিল্প বাঁচাতে মমতার উদ্যোগকে সাধুবাদ, ফের জল্পনা বাড়ালেন অর্জুনপাট শিল্প বাঁচাতে মমতার উদ্যোগকে সাধুবাদ, ফের জল্পনা বাড়ালেন অর্জুন

রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যপাল ও স্পিকারের মধ্যে বারবার তৈরি হওয়া সংঘাতের জেরেই এই ঘটনা। উল্লেখ্য ২৫ জানুয়ারি বিধানসভা চত্ত্বরে দাঁড়িয়ে বেনজির সংঘাতে জড়িয়ে পড়েন রাজ্যপাল ও স্পিকার। ১৪ এপ্রিল সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে তৈরি হয় সংঘাতের পরিস্থিতি।

English summary
Partha Chatterjee does meeting with Governor Jagdeep Dhankhar on Babul Supriyo’s oath ceremony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X