For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমাকে বাঁচতে দিন', আদালতে কেঁদে ভাসালেন পার্থ, অর্পিতার ব্যাঙ্কে কোটি টাকা এলো কীভাবে?

'আমাকে বাঁচতে দিন', আদালতে কেঁদে ভাসালেন পার্থ, অর্পিতার ব্যাঙ্কে কোটি টাকা এলো কীভাবে?

Google Oneindia Bengali News

আমি বাঁচতে চাই বলে বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে বুধবার ভার্চুয়ািল আদালতে পেশ করা হয়েছিল। সেসময়ই এই চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ভরা আদালতে বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আদালতে কাঁদলেন পার্থ

আদালতে কাঁদলেন পার্থ

আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে এই নিয়ে তৃতীয়বার আদালতে পেশ করা হল তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়কেও এদিন আদালতে পেশ করা হয়। তবে নিরাপত্তার খাতিরে গতবারের মত এবারও তাঁদের ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। হঠাৎই সওয়াল জবাবের মধ্যে ভরা আদালতে হাউহাউ করে কেঁদে ফেলেন পার্থ চট্টোপাধ্যায়।

কী বললেন পার্থ

কী বললেন পার্থ

এদিনও যথারীতি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর জামিনের আর্জি িনয়েই হাজির হয়েিছলেন আদালতে। এই নিয়ে সওয়াল জবাব চলার মাঝেই পার্থ চট্টোপাধ্যায় কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতেই তিনি বিচারককে বলেন,'আমার বাড়িতে ৩০ ঘণ্টারও বেশি ছিল ইডি। কিছু পায়নি। আমি একজন জনপ্রতিনিধি। আমিও আইনজীবী। এলএলবি ডিগ্রি আছে। আমি ইকোনমিক্সে অনার্স। পিএইচডি। স্কলারশিপ পেয়েছিলাম। দীর্ঘদিন মন্ত্রী ছিলাম। তার আগে বিরোধী দলনেতা ছিলাম। কেউ আমার সম্পর্কে এরকম অভিযোগ করেনি।' বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চান তিনি কি জামিন চান। তার প্রেক্ষিতে বিধায়ক কান্না ভেজা গলাতেই বলেন,'স্যার দয়া করুন। স্যার দয়া করে আমাকে শান্তিতে বাঁচতে দিন।'

রাজনৈতিক চক্রান্তের শিকার

রাজনৈতিক চক্রান্তের শিকার

এদিন আবারও আদালতে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে িনয়ে যাওয়ার সময়ও একই দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিিন দাবি করেছেন অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা তাঁর নয়। কার টাকা কোথা থেকে এলো সব ক্রমশ প্রকাশ পাবে বলে জানিয়েছিলেন তিিন। তারপরে আবারও বুধবার আদালতে একই দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

কাঁদলেন অর্পিতাও

কাঁদলেন অর্পিতাও

এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের পরে স্বাস্থ্য পরীক্ষা করতে িনয়ে যাওয়ার সময় জোকা ইএসআই হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। বুধবার আদালতে ভার্চুয়াল শুনািনর সময়ও কান্নায় ভেঙে পড়েন অর্পিতা। তাঁর দুটিফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার গয়নাও। এদিকে আবার অর্পিতার একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৫ কোটি টাকার সন্ধান মিলেছে। সেই টাকা তার নয় বলে দাবি করেছেন অর্পিতা। টাকা কোথা থেকে এলো তা তিিন জােনন না বলে আদালতে দাবি করেন।

সায়গলকে আদালতে পেশের আগে কোমর কষছে সিবিআই, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জেরাসায়গলকে আদালতে পেশের আগে কোমর কষছে সিবিআই, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জেরা

English summary
Partha Chatterjee cryin in Court room
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X