For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত্ব ছেড়ে মুখ্যমন্ত্রী হতে চাইছেন! মুকুলকে দৃষ্টান্ত করার পরামর্শ পার্থর

তৃণমূলের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে এখন মুখ্যমন্ত্রী হতে চাইছেন মোদী! তা বেশ, আগে তো বাংলার ভোটার তালিকায় নাম তুলুন!

  • |
Google Oneindia Bengali News

বাংলায় এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, একুশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় সরকার গড়বে বিজেপি। অমিত শাহের সেই বিবৃতিকে খোঁচা দিলেন তৃণমূলের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, তাহলে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে এখন মুখ্যমন্ত্রী হতে চাইছেন মোদী! তা বেশ, আগে তো বাংলার ভোটার তালিকায় নাম তুলুন!

বাংলার মুখ্যমন্ত্রী হতে চান প্রধানমন্ত্রী!

বাংলার মুখ্যমন্ত্রী হতে চান প্রধানমন্ত্রী!

পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, মুকুল রায় বাংলা ছাড়িয়ে দিল্লিতে ভোটার তালিকায় নাম তুলেছেন। তিনি চেয়েছেন দিল্লির ভোটার হতে। এবার যদি প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী হতে চান, তিনি আগে বাংলার ভোটার তালিকা নাম তুলুন। তবেই তো তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন বাংলার।

মোদীর নেতৃত্ব সরকার হবে

মোদীর নেতৃত্ব সরকার হবে

উল্লেখ্য, এদিন নেতাজি ইন্ডোরের সভায় অমিত শাহ বলেন, বাংলাতেও মোদীর নেতৃত্বে সরকার হবে। বাংলার মানুষ নিশ্চয় আমাদের আশীর্বাদ করবে। কারণ মমতার নেতৃত্বে বাংলা আজ তিতিবিরক্ত। আমরাই সোনার বাংলা গড়ব বাংলায়। মোদীর নেতৃত্বে বিজেপি তাই ২০২১-এ পরিবর্নের সরকার গড়বে।

বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন

বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন

অমিত শাহ বলেন, আমাদের একবার সুযোগ দিন। এর আগে কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূলকে সুযোগ দিয়েছেন। একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। এই বাংলা সোনার বাংলা হবেই। মোদীই গড়বেন সোনার বাংলা। অমিত শাহের সেই বার্তারই পাল্টা দিলেন তৃণমূল মহাসচিব। কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা করছেন বলে।

মুকুল বিব্রত নারদকাণ্ডে, মমতার বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে 'স্পিকটি’ নট অমিত শাহমুকুল বিব্রত নারদকাণ্ডে, মমতার বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে 'স্পিকটি’ নট অমিত শাহ

এনআরসির আগেই নাগরিকত্ব বিল আনা হবে, মমতাকে অতীত স্মরণ করালেন অমিতএনআরসির আগেই নাগরিকত্ব বিল আনা হবে, মমতাকে অতীত স্মরণ করালেন অমিত

English summary
TMC general secretary Partha Chatterjee criticizes Modi on Amit Shah’s quote. Amit says BJP will build government in Bengal to leadership of Narendra Modi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X