For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বলছে জালিয়ানওয়ালাবাগ-কাণ্ড, বিজেপি-আরএসএসের দায় বলছেন পার্থ, তরজা জমজমাট

উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনাকে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে বনধের ডাক দিয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে বনধের ডাক দিয়েছে বিজেপি। আর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই ঘটনার পিছনে বিজেপি আর আরএসএসকেই কাঠগড়ায় তুলেছেন। একইসঙ্গে তিনি বলেন, ডিআইকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ-প্রশাসন থেকে স্কুল কর্তৃপক্ষ- সকলের ভূমিকাই খতিয়ে দেখা হচ্ছে।

বিজেপি বলছে জালিয়ানওয়ালাবাগ-কাণ্ড, বিজেপি-আরএসএসের দায় বলছেন পার্থ, তরজা জমজমাট

পার্থবাবু বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ যদি দায়ী হয়, তাহলেও ছেড়ে কথা বলবে না সরকার। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দোষীরা কেউ ছাড় পাবে না। উল্লেখ্য, ইসলামপুর স্কুলে দরকার বাংলা শিক্ষক। নিয়োগ করা হয়েছে উর্দু শিক্ষক। তা নিয়েই উত্তেজনা ছড়ায়। শুরু হয় তীব্র ছাত্র আন্দোলন। তারই জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।
শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমি কথা বলেছি জেলা শাসকের সঙ্গে। স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি কথা বলেছেন। তারপর ডিআইকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় শোকপ্রকাশ করেন রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুই ছাত্রের মৃত্যুতে।

[আরও পড়ুন: গুলিবিদ্ধ আরও এক ছাত্রের মৃত্যু, ইসলামপুরে বিজেপির বনধ ঘিরে উত্তেজনা চরমে][আরও পড়ুন: গুলিবিদ্ধ আরও এক ছাত্রের মৃত্যু, ইসলামপুরে বিজেপির বনধ ঘিরে উত্তেজনা চরমে]

উল্লেখ্য, ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে ছাত্র আন্দোলনের জেরে গুলিবিদ্ধ হয়ে প্রথমে মৃত্যু হয়েছিল রাজেশ সরকার নামে এক প্রাক্তনীর। এরপর হাসপাতালে মৃত্যু হয় তাপস বর্মন নামে আর এক ছাত্রের। পুলিশের গুলিতই তাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পুলিশ এই অভিযোগ অস্বীকার করে। ইসলামপুরের এই হিংসার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারের বনধ হয়ে ওঠে আরও উত্তেজনাপ্রবণ।

[আরও পড়ুন: খালের জলে ভেসে এল যুবতীর বস্তাবন্দি দেহ, চাঞ্চল্য কলকাতার ই এম বাইপাস সংলগ্ন এলাকায় ][আরও পড়ুন: খালের জলে ভেসে এল যুবতীর বস্তাবন্দি দেহ, চাঞ্চল্য কলকাতার ই এম বাইপাস সংলগ্ন এলাকায় ]

[আরও পড়ুন: নিউ ইয়র্কে ফের বন্দুকবাজের হামলা, আহত শিশু সহ ৫, সতর্কতা জারি আমেরিকায়][আরও পড়ুন: নিউ ইয়র্কে ফের বন্দুকবাজের হামলা, আহত শিশু সহ ৫, সতর্কতা জারি আমেরিকায়]

English summary
Partha Chatterjee alleges BJP and RSS for Islampur student movement. Two students died in this movement. BJP called strike and says it is like of Jalianwalabag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X