For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় স্কুল পাঠ্যতে 'কদাকার' শব্দের মানে বোঝাতে কৃষ্ণাঙ্গের ছবি ব্যবহার, প্রতিবাদে অবিভাবকরা

বাংলায় স্কুল পাঠ্যতে ‘বিশ্রী’ শব্দের মানে বোঝাতে কৃষ্ণাঙ্গের ছবি ব্যবহার, প্রতিবাদে অবিভাবকরা

  • |
Google Oneindia Bengali News

একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার জেরে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সারা বিশ্ব। এরমধ্যেই সামনে এলো বর্ধমান জেলার এক প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজী অ্যালফাবেট ইউ (U for ugly) এর উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কোনো এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছবি। অর্থাৎ শেখানো হচ্ছে কালো বা কৃষ্ণাঙ্গ মাত্রেই সে কদাকার কুৎসিত। এই ঘটনা নজরে আসতেই এই ঘটনার বিরুদ্ধে আওয়াজ তোলেন অবিভাবকরা।

বাংলায় স্কুল পাঠ্যতে ‘বিশ্রী’ শব্দের মানে বোঝাতে কৃষ্ণাঙ্গের ছবি ব্যবহার, প্রতিবাদে অবিভাবকরা

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক বিভাগের একটি ইংরেজি বইতেই নজরে আসে এমন ঘটনা। আমেরিকায় কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডকে হাঁটু দিয়ে পিষে নৃসংসভাবে হত্যার ঘটনায় সারা বিশ্ব জুড়েই চলছে বর্ণবিদ্বেষী বিরোধী আন্দোলন। এর মাঝেই এই ঘটনায় অবিভাবকদের আন্দোলন রাজ্যেও একটি নতুন নজির তৈরি করল।

কলকাতার বঙ্গবাসী কলেজের সান্ধ্য বিভাগের শিক্ষক সুদীপ মজুমদার বলেন, "আমার মেয়ে এই পৌর গার্লস হাই স্কুলে পড়াশোনা করছে। আমার মেয়েকে পড়ানোর সময় আমার এই বিষয়টি নজরে আসে, কোনোও কালো ব্যক্তিকে কদাকার প্রমাণ করার এই শিক্ষা সম্পূর্ণ ভাবে ভুল ও নিন্দনীয়।" এই বইটি শীঘ্রই প্রত্যাহার করার দাবীও জানান তিনি। অন্যদিকে, প্রাথমিক শিক্ষার জেলা পরিদর্শক স্বপন কুমার দত্ত প্রাথমিকভাবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে পরে তিনি বলেন,"এই ধরণের বই স্কুল কর্তৃক প্রদত্ত, এটি কোনও সরকারি বই নয়। আমরা এই বিষয়ে বিদ্যালয়ের সাথে কথা বলব। প্রয়োজনে বইটি বদলাতে হবে।"

গুজরাতের পর রাজস্থানেও বিপাকে কংগ্রেস! রাজ্যসভা নির্বাচনের আগে 'অপারেশন কমল'-এ বিদ্ধ গেহলটগুজরাতের পর রাজস্থানেও বিপাকে কংগ্রেস! রাজ্যসভা নির্বাচনের আগে 'অপারেশন কমল'-এ বিদ্ধ গেহলট

English summary
Using black pictures to mean the word 'ugly,' guardians protesting in burdwan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X