For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আকাশেই দু-টুকরো প্যারাগ্লাইডার আছড়ে পড়ল মাটিতে, পাহাড়-অ্যাডভেঞ্চারে ছন্দপতন

কয়েক হাজারফুট উপরে তখন প্যারাগ্লাইডার। হঠাৎ ছন্দপতন। আকাশেই ভেঙে পড়ল প্যারাগ্লাইডার। ঝড়ের গতিতে তা আছড়ে পড়ল নিচে। মুহূর্তেই সব শেষ।

  • |
Google Oneindia Bengali News

কয়েক হাজারফুট উপরে তখন প্যারাগ্লাইডার। হঠাৎ ছন্দপতন। আকাশেই ভেঙে পড়ল প্যারাগ্লাইডার। ঝড়ের গতিতে তা আছড়ে পড়ল নিচে। মুহূর্তেই সব শেষ। ফের কালিম্পংয়ে প্যারাগ্লাইডিংয়ে নেমে এলে অন্ধকার। পাইলটের মৃত্যুর জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল প্যারাগ্লাইডিং। দুর্ঘটনায় পর জিটিএ-র তরফে নির্দেশ জারি করে প্যারাগ্লাইডিং বন্ধ রাখা হয়।

আকাশেই দু-টুকরো প্যারাগ্লাইডার আছড়ে পড়ল মাটিতে, পাহাড়-অ্যাডভেঞ্চারে ছন্দপতন

এই দুর্ঘটনার তদন্তে নেমে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির জন্যই এই দুর্ঘটনা ভেঙে পড়ে প্যারাগ্লাইডার। তার জেরে পুরুষোত্তম টিমিলসিনা নামে প্যারাগ্লাইডারের পাইলটের মৃত্যু হয়। গুরুতর জখম হন এক আরহী গৌরব চৌধুরী। তাঁকে হাতপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রী বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পরিষ্কার আকাশের জন্য পর্যটকদের ভিড় ছিল কালিম্পংয়ে। এদিন ২০ জনের একটি দল ডেলোয় প্যারাগ্লাইডিংয়ে যায়। একসঙ্গে প্রায় ১৫টি প্যারাগ্লাইডার ভাসছিল আকাশে। তার মধ্যে একটা হঠাৎ করে ভেঙে পড়ে। আকাশেই দু-টুকরো হয়ে য়ায়। এক টুকরো গাছে আটকে যায়। অন্য অংশটি ভেঙে পড়ে বাড়ির ছাদে।

[আরও পড়ুন:জঙ্গি হামলার সম্ভাবনা! অযোধ্যায় সতর্কতা জারি][আরও পড়ুন:জঙ্গি হামলার সম্ভাবনা! অযোধ্যায় সতর্কতা জারি]

প্রতিটি প্যারাগ্লাইডার ওড়ার সময় ক্যামেরায় ছবি তোলা হয়। সেই ক্যামেরাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্যারা গ্লাইডিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বর্তমান আটটি সংস্থা ৪০টি প্যারাগ্লাইড চালায়। কালিম্পংয়ের আকাশে পর্যটরদের অন্যতম আকর্ষণ প্যারাগ্লাইডিং। কিন্তু এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম আপাতত থমকে গিয়েছে।

[আরও পড়ুন:স্ত্রীর সঙ্গে পরকীয়া বন্ধুর! চড়ুইভাতির পরই সন্দেহের বশে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা][আরও পড়ুন:স্ত্রীর সঙ্গে পরকীয়া বন্ধুর! চড়ুইভাতির পরই সন্দেহের বশে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা]

[আরও পড়ুন: চুড়ি পরে বসে নেই অনুব্রত, বিজেপির 'বাজনা' বন্ধ করতে দিলেন কড়া হুঁশিয়ারি][আরও পড়ুন: চুড়ি পরে বসে নেই অনুব্রত, বিজেপির 'বাজনা' বন্ধ করতে দিলেন কড়া হুঁশিয়ারি]

English summary
Paragliding is stopped for undefined time-period after accident in Kalimpong. A Paraglider is broken over sky and pilot is died and a tourist is injured,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X